ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘নাফিস ও থিসারার আউট আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
‘নাফিস ও থিসারার আউট আমাদের ম্যাচ থেকে ছিটকে দেয়’ ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল বুলসের ইনিংসের ১৫ তম ওভার। মোশাররফ রুবেলের করা ওই ওভারের দ্বিতীয় শাহরিয়ার নাফিস ও পঞ্চম বলে আউট থিসারা পেরেরা। মূলত এর মধ্যে দিয়েই ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল বুলস।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: বরিশাল বুলসের ইনিংসের ১৫ তম ওভার। মোশাররফ রুবেলের করা ওই ওভারের দ্বিতীয় শাহরিয়ার নাফিস ও পঞ্চম বলে আউট থিসারা পেরেরা।

মূলত এর মধ্যে দিয়েই ম্যাচ থেকে ছিটকে পড়ে বরিশাল বুলস।

 

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিমও স্বীকার করলেন এক ওভারের ওই দুই আঘাত ম্যাচ থেকে তাদের দূরে সরিয়ে দেয়।

কুয়াশার কারণে দ্বিতীয় ইনিংসে বল করা কঠিন বলে টসে জিতে আগে বোলিং নিয়েছিলেন মুশফিকুর রহিম। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামের বরিশাল বুলসের এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই হার।

মুশফিকুর রহিমন তাই দোষ দিলেন তার ব্যাটসম্যানদের। তিনি বলেন, ‘দ্বিতীয় ইনিংসে ১৫০ (১৫১) রান চেজ করা কঠিন কিছু না। উল্টো বোলারদের পক্ষে বলি করা কঠিন। কারণ কুয়াশার কারণে স্পিনারদের বল ঠিকমতো স্পিন করে না, ফাস্ট বোলাররা পছন্দমতো ইয়ার্কার দিতে পারে না। তবুও

ব্যাটসম্যানদের ব্যর্থতায় আমরা হেরে বসলাম। প্রথম ১০ ওভার বিশেষ করে ছয় ওভার আমরা তেমন রান তুলতে পারি নি। ফলে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়ায়। ’

টি-২০ তে একটা ওভার অনেক পিছিয়ে দেয় উল্লেখ করে মুশফিক বলেন, ‘নাফিস (শাহরিয়ার) ভাই দারুণ খেলছিল। আর থিসারা পেরেরাও বড় শট খেলতে পারে। কিন্তু এক ওভারে দুই জন আউট হয়ে যাওয়ায় আমরা ম্যাচ থেকে পিছিয়ে পড়ি। ’

টানা দুটো ম্যাচ হারায় দলের আত্মবিশ্বাস কমিয়ে দেবে কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন,  আফসোসের কিছু নেই। তবে টানা ম্যাচ হারলে কিছুটা আত্মবিশ্বাস কমে তো যায়। আমাদের আরও ভালো করতে হবে। চট্টগ্রামে আরেকটি ম্যাচ আছে। সেটা ভালো করার ট্রাই করবো। ’

প্রতিপক্ষের মোশাররফ রুবেল ও শফিউলকে কৃতীত্ব দিয়ে মুশফিক বলেন, রুবেল ভাই ও শফিউল দুর্দান্ত বোলিং করেছে। একদম ঠিক জায়গায় বোলিং করেছে দুজন। তারা দুজন আমাদের কাজটা কঠিন করে দেয়।

টসে জিতেও আগে বোলিং নেওয়ার বিষয়েও কথা বলেন মুশফিক। তিনি বলেন, খুলনা টাইটানসে বেশ কয়েকজন ভালো বোলার আছে। তাদের তুলনায় আমাদের বোলিং বিভাগ একটু দুর্বল। তাই আমরা চেয়েছিলাম দ্বিতীয় ইনিংসে যেহেতু কুয়াশার কারণে বল করা কঠিন, তাই প্রথম ইনিংসেই আমরা বোলিং করে রান তাড়া করি। ’

বাংলাদেশ সময়: ২৩০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।