ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

'আমি শেষ পর্যন্ত লড়ে যাই'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
'আমি শেষ পর্যন্ত লড়ে যাই' ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এবারের বোলিংয়ের সবচেয়ে চমক দৃশ্যের অবতারণা হয়েছে তার হাত ধরেই। একেবারে হারের দোড়গোড়ায় থেকেও শেষ ওভারে তার ভেলকিতে ম্যাচ হেরেছে রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস। তিনি মাহমুদুল্লাহ।

জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: এবারের বোলিংয়ের সবচেয়ে চমক দৃশ্যের অবতারণা হয়েছে তার হাত ধরেই। একেবারে হারের দোড়গোড়ায় থেকেও শেষ ওভারে তার ভেলকিতে ম্যাচ হেরেছে রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস।

তিনি মাহমুদুল্লাহ। খুলনা টাইটানসের অধিনায়ক।

 

রোববার বরিশাল বুলসকে উড়িয়ে দেওয়ার পর মাহমুদুল্লাহর জবাব, ‘আমি কখনও রিল্যাক্স থাকতে চাই না। শেষ পর্যন্ত লড়ে যাই। ’

তার শেষ পর্যন্ত লড়াই করার নমুনা হিসেবে রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংসের ম্যাচ দুটোই জ্বলন্ত প্রমাণ।

তবে এই ম্যাচ জেতার পরেও তৃপ্তি নেই মাহমুদুল্লাহর। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহমুদুল্লাহ বলেন, আরও ১৫ থেকে ২০টি রান কম করেছি আমরা। বোলিং ডিপার্টমেন্ট্ চমৎকার বোলিং করেছে বলে আমরা উতরে গেছি। পাশাপাশি আমাদের ফিল্ডিংও খুব ভালো হয়েছে। কোনো ক্যাচ মিস হয়নি। যার ফলাফল ম্যাচটা জিততে পেরেছি। ’

তিনি বলেন, টফ অর্ডার আরও একটু ভালো করতে পারলে রান আরও বাড়তো। পাশাপাশি মিডল অর্ডারের ওপরও চাম কমতো। ’

ফিফটি মিস হওয়া নিয়েও আফসোস আছে রিয়াদের কণ্ঠে। বলেন, ফিফটিটা হলে ভালো হতো। কিন্তু হলো না। তবে ম্যাচ জেতায় ওসব নিয়ে আর ভাবছি না। '

বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।