চট্টগ্রাম থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২২তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে তিন উইকেট হারিয়ে ১৮৩ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার খালিদ লতিফ।
এর আগে শুরুতেই উইকেট হারায় কুমিল্লা। দলীয় পঞ্চম ওভারে ওভারের প্রথম বলে ১৫ বলে ১৭ রান করা নাজমুল হাসান শান্তকে সরাসরি বোল্ড করেন চিটাগংয়ের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। ১৩তম ওভারে ইমরুল কায়েসকে রান আউটের ফাঁদে ফেলে চিটাগং। তার ব্যাট থেকে আসে ৩৬ রান। একই ওভারে অবশ্য দলীয় শতরান পূর্ণ করে কুমিল্লা।
১৪তম ওভারে দারুণ খেলতে থাকা খালিদ লতিফ তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৩ বলে ছয় চার ও পাঁচটি ছক্কায় ৭৬ রান করেন ডানহাতি এ ব্যাটসম্যান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে টিকে থাকতে হলে দু’দলের জন্যই জয় খুবই গুরুত্বপূর্ণ। এর আগে দু’দলের প্রথম সাক্ষাতে জয় পেয়েছিল চিটাগং।
চিটাগং এবারের আসরে শুরুটা জয় দিয়েই করে। তবে পরের চার ম্যাচে হেরে তামিম ইকবালের দল ব্যাকফুটে চলে যায়। কিন্তু দলের সর্বশেষ ম্যাচে জয় তুলে নেয় তারা। তাই এ ম্যাচে নামার আগে বেশ আত্মবিশ্বাসী আনামুল-স্মিথদের নিয়ে গড়া দলটি। ছয় ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পাঁচে।
অন্যদিকে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা। ছয় ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল একটি জয় পেয়েছে। তবে সুখবর হলো সর্বশেষ ম্যাচেই দলটির জয় এসেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সাতে।
কুমিল্লা একাদশ: আহমেদ শেহজাদ, রায়ান টেন ডয়েসকাটে, হাবিবুর রহমান, ইমরুল কায়েস, খালিদ লতিফ, লিটন দাশ, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ সাফিউদ্দিন, মোহাম্মদ শরিফ, নাবিল সামাদ ও সোহেল তানভির।
চিটাগং একাদশ: শোয়েব মালিক, আব্দুর রাজ্জাক, আনামুল হক, ইমরান খান, জহুরুল ইসলাম, শাহিদুল ইসলাম, মোহাম্মদ নবী, ডোয়েন স্মিথ, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, জাকির হাসান।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১৬
এমএমএস