ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কথা রাখছেন মুমিনুল 

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৬
কথা রাখছেন মুমিনুল  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধীর গতিতে রান করায় বাংলাদেশের ওয়ানডে দলে যার জায়গা হয়না সেই কিনা বিপিএলে রাজশাহী কিংসের ওপেনার! টি-টোয়েন্টিতে পাওয়ার-প্লে কাজে লাগানোর ব্যাপার কতটা হ্যান্ডেল করতে পারবেন মুমিনুল, এ নিয়ে কিছুটা সন্দেহ হয়তো অনেকের মনেই কাজ করেছে।

ঢাকা: ধীর গতিতে রান করায় বাংলাদেশের ওয়ানডে দলে যার জায়গা হয়না সেই কিনা বিপিএলে রাজশাহী কিংসের ওপেনার! টি-টোয়েন্টিতে পাওয়ার-প্লে কাজে লাগানোর ব্যাপার কতটা হ্যান্ডেল করতে পারবেন মুমিনুল, এ নিয়ে কিছুটা সন্দেহ হয়তো অনেকের মনেই কাজ করেছে।  

টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া মুমিনুল টি-টোয়েন্টিতে কী-ই-বা করবে? ব্যাট হাতে সব সন্দেহ দূর করেন প্রথম ম্যাচেই।

ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন। ছয় ম্যাচের তিনটিতেই পেয়েছেন অর্ধশতক। বিপিএলে এখন পর্যন্ত তিন অর্ধশতক পাওয়া ক্রিকেটার কেবল বরিশালের শাহরিয়ার নাফীস।

অর্ধশতক হাঁকিয়ে বিপিএল শুরু করা মুমিনুল তৃতীয় অর্ধশতকের দেখা পেয়েছেন আজ ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। ৪২ বলে ৫৬ রানের ইনিংস খেলে জয়ের ভীত গড়ে দিয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ৮টি চার ও ১টি ছক্কায় সাজান ইনিংসটি।  

উইকেটে শান্ত মেজাজে থেকে পছন্দের শটগুলো থেকেই রান করে যাচ্ছেন মুমিনুল। সাত ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২১৬ রান। যা এবারের আসরে সর্বোচ্চ রানের দিক থেকে চতুর্থ অবস্থানে রেখেছে মুমিনুলকে।  

সমান ম্যাচে ২৪৪ রান নিয়ে শীর্ষে রয়েছেন ঢাকা ‍ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ। ছয় ম্যাচে ২২৪ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে বরিশাল বুলসের শাহরিয়ার নাফীস। মুমিনুলের চেয়ে ১ রান বেশি করে তৃতীয় অবস্থানে মুশফিকুর রহিম (২১৭)।

এবারের আসরে মুমিনুল হকের স্ট্রাইক রেট ১২২.০৩। যা কিনা তামিম ইকবাল (১১৪.৪৭), আহমেদ শেহজাদ (১১৭.৩৬), কুমার সাঙ্গাকারার (১১৬.০৮) চেয়েও বেশি।
 
টি-টোয়েন্টিতে এভাবে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটি রাতারাতি হয়নি। এজন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে মুমিনুলকে। চট্টগ্রাম পর্ব শুরুর আগে বাংলানিউজকে দেওয়া সাক্ষাতকারে পরিশ্রম ও বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন কক্সবাজারের এই তরুণ। সামনে আরও ভালো ভালো ইনিংস উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি।  

ঢাকায় বিপিএলের প্রথম পর্বের পর চট্টগ্রাম পর্বেও ধারাবাহিকতা ধরে রাখা মুমিনুল বিপিএলের তৃতীয় পর্বে এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে হয়তো কেবল টেস্ট নয়; ওয়ানডে, টি-টোয়েন্টিতেও বিবেচনায় থাকবেন এ ক্রিকেটার।

ঢাকা প্রিমিয়ার লিগে ভিক্টোরিয়ার হয়ে ১০০’র কাছাকাছি স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে মুমিনুল প্রমাণ দেন নিজেকে কতটা বদলেছেন। মুমিনুলের বদলে যাওয়া এবার কী চোখে পড়বে নির্বাচকদের?

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ২১ নভেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।