ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ডু প্লেসিস ইস্যুতে সাংবাদিকের সঙ্গে হাতাহাতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ডু প্লেসিস ইস্যুতে সাংবাদিকের সঙ্গে হাতাহাতি ছবি:সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে অ্যাডিলেডে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। তবে বিমানবন্দরে এসেই ঝামেলায় পড়েন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ নিয়ে অ্যাডিলেড বিমানবন্দরে ডু প্লেসিসকে প্রশ্ন করতে যান চ্যানেল নাইনের সাংবাদিক। তখন তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নিরাপত্তা দলের সদস্য জুনায়েদ ওয়াদি।

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে অ্যাডিলেডে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা। তবে বিমানবন্দরে এসেই ঝামেলায় পড়েন অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

তার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ নিয়ে অ্যাডিলেড বিমানবন্দরে ডু প্লেসিসকে প্রশ্ন করতে যান চ্যানেল নাইনের সাংবাদিক। তখন তার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নিরাপত্তা দলের সদস্য জুনায়েদ ওয়াদি।

উইল ক্রাউচ নামের ওই সাংবাদিককে ধাক্কা মেরে, তার হাত থেকে মাইক্রোফোন ছুঁড়ে ফেলে দেন ওয়াদি। তারপর জোর করে তাকে কাঁচের দেওয়ালে দাঁড় করিয়ে রাখেন। প্রোটিয়া অন্তর্বর্তীকালীন অধিনায়ক ততক্ষণে হাসতে হাসতে বিমানবন্দর থেকে বেরিয়ে যান। তবে এ ঘটনায় আহত হননি ক্রাউচ।

ডু প্লেসিস এ ঘটনা নিয়ে মন্তব্য না করলেও পরে হাসিম আমলা টুইট করেন, ‘সাংবাদিকদের এ ধরনের প্ররোচনামূলক আচরণে হতাশ। ভদ্রভাবে প্রশ্ন করলে উত্তর পেলেও পেতে পারেন। ’ পরে দক্ষিণ আফ্রিকা চ্যানেল নাইনের বিরুদ্ধে ডু প্লেসিসকে হয়রানির অভিযোগ তোলে।

দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার মোহাম্মদ মোসাজি এক বিবৃতিতে জানিয়েছেন যে, বল বিকৃতি কাণ্ডের মীমাংসা না হওয়া পর্যন্ত ডু প্লেসিস তা নিয়ে মন্তব্য করতে পারবেন না। যে ব্যাপারটা অস্ট্রেলিয়া মিডিয়াকে, বিশেষ করে চ্যানেল নাইনকে তারা জানিয়ে দিয়েছিল। তা সত্ত্বেও ‘মিডিয়া প্রোটোকল’ বেমালুম অগ্রাহ্য করে গিয়েছে চ্যানেল নাইন।

প্রথম দুই টেস্টে হেরে অজিরা ইতোমধ্যে বিধ্বস্ত। আর ২৪ নভেম্বর থেকে দিবা-রাত্রির টেস্টে প্রোটিয়ারা জয় পেলে ঘরের মাঠে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হবে স্বাগতিকরা।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ২২ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।