ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে কোহলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

টি-টোয়েন্টির বর্তমান বিশ্বসেরা। ওয়ানডেতেও নাম্বার ওয়ান পজিশনে ছিলেন। এবার টেস্ট ক্রিকেটে সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথে ছুটছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন।

ঢাকা: টি-টোয়েন্টির বর্তমান বিশ্বসেরা। ওয়ানডেতেও নাম্বার ওয়ান পজিশনে ছিলেন।

এবার টেস্ট ক্রিকেটে সবাইকে ছাড়িয়ে যাওয়ার পথে ছুটছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে উঠে এসেছেন।

বিশাখাপত্তম টেস্টে (১৭-২১ নভেম্বর) ২৪৬ রানের দাপুটে জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে লিড নেয় টিম ইন্ডিয়া। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন ম্যাচসেরা  কোহলি। দুই ইনিংসে তার ব্যাট থেকে আসে ১৬৭ ও ৮১। র‌্যাংকিংয়ে এর প্রভাব স্পষ্ট। ১০ ধাপ এগিয়ে প্রথমবারের মতো শীর্ষ দশের ভেতরে প্রবেশ করলেন ভারতীয় ব্যাটিং জিনিয়াস।

ভারতের ১১তম ব্যাটসম্যান হিসেবে ৮০০ রেটিং পয়েন্টের মাইলফলক ছুঁয়েছেন কোহলি (৮২২)। বিশাখাপত্তমে ৯৭ পয়েন্ট অর্জন করেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ তারকা জো রুট থেকে মাত্র ২২ পয়েন্ট দূরে তিনি। মোহালি টেস্টে (২৬ নভেম্বর শুরু) আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সই তাকে শীর্ষস্থানের আরো কাছে নিয়ে যাবে।

টেস্টের সেরা দশ ব্যাটসম্যান:
১। স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) - ৮৯৭ রেটিং পয়েন্ট
২। জো রুট (ইংল্যান্ড) - ৮৪৪
৩। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) - ৮৩৮
৪। বিরাট কোহলি (ভারত) - ৮২২
৫। হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা) - ৮০৯
৬। ইউনিস খান (পাকিস্তান) - ৭৯০
৭। এবি ডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) - ৭৮৬
৮। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) - ৭৮৪
৯। চেতশ্বর পুজারা (ভারত) - ৭৬৮
১০। অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) - ৭৬০

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।