জহুর আহমেদ স্টেডিয়াম থেকে: মঙ্গলবার রাতে স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারি। ডেভন স্মিথ তখন বরিশাল বুলসের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালাচ্ছেন।
আশ্চার্য দর্শকরা কি কোনো দলের নয়? হ্যাঁ, বিপিএলের চট্টগ্রাম পর্বের ম্যাচে দর্শকরা যেনো শুধুই খেলার পূজারি। নির্দিষ্ট কোনো দলের সমর্থক যেনো তারা নয়। প্রায় সব ম্যাচেই দেখা যাচ্ছে একই দৃশ্য। ঘরের দল বলে অবশ্য চিটাগং ভাইকিংস কিছুটা সমর্থন পাচ্ছে। তবে, বাকি দলগুলোর খেলাতেও দর্শকরা সমর্থনে সমানে সমান।
মঙ্গলবার রাতে কথা হয় নগরীর চকবাজার এলাকা থেকে খেলা দেখতে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামছুল ইসলামের সঙ্গে। তিনি জানান, ‘এটি তো জাতীয় দলের খেলা নয়। তাই আমি নির্দিষ্ট একটি দলকে সমর্থন করছি না। চট্টগ্রাম কিংসে যেমন আমার প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল আছে, তেমনি বরিশাল বুলসে আরেক প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম আছে। তাই খেলাটাই উপভোগ করছি। ’
এর আগে রংপুর রাইডার্স ও খুলনা টাইটানসের খেলা দেখতে আসা দর্শক নগরীর বহদ্দারহাট এলাকার বাসিন্দা মুজিবুল করিম বাংলানিউজকে বলেন, ‘দু’দলের হয়েই আমার প্রিয় খেলোয়াড়রা খেলছে। কাকে রেখে কাকে সমর্থন করি। তাই দুই পক্ষকেই আমার সমান সমর্থন। ’
চলতি বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে মঙ্গলবার। এর আগে ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতি ম্যাচেই গ্যালারি ভরপুর দর্শক দেখা গেছে। সব খেলাতেই দর্শকদের এভাবে দুই দলকেই সমানতালে সমর্থন দিতেও দেখা গেছে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
টিএইচ/এমআরপি/টিসি