ঢাকা: সর্বশেষ আট বছর আগে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছিলেন পার্থিব প্যাটেল। আর চার বছর আগে খেলেছেন আন্তর্জাতিক ম্যাচ।
প্যাটেল এর আগে ২০০২ সালে ১৭ বছর ১৫৩ দিন বয়সে ভারতীয় টেস্ট দলে প্রথম সুযোগ পান। আর এটি এখন পর্যন্ত দলটির সাদা পোশাকের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের রেকর্ড। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় টেস্টের একাদশে তিনিই হতে যাচ্ছেন দ্বিতীয় সবচেয়ে বয়স্ক ক্রিকেটার।
ভিসাখাপন্তমে পেশীতে চোট পান ঋদ্ধিমান শাহ। তবে তার চোট গুরুতর না হলেও নির্বাচকরা তাকে এক ম্যাচ বিশ্রাম দিচ্ছেন।
১৬ সদস্যের তৃতীয় টেস্টের দলে মূলত আর একটিই পরিবর্তন এসেছে। অফফর্মে থাকা ব্যাটসম্যান গৌতম গম্ভিরকে সরিয়ে নেওয়া হয়েছে ফাস্ট বোলার ভুবেনশ্বর কুমারকে।
প্যাটেলের এই ইংল্যান্ডের বিপক্ষেই অভিষেক হয়েছিল। এখন পর্যন্ত তিনি ২০টি টেস্ট খেলেছেন। যেখানে ৪১টি ক্যাচের পাশাপাশি আটটি স্ট্যাম্পিং করেছেন। এছাড়া ২৯.৬৯ গড়ে করেছেন ৬৮৩ রান। তার ব্যাটে সর্বোচ্চ রান ৬৯।
ভারতীয় স্কোয়াড:
বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কে রাহানে, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পুঁজারা, কারুন নায়ার, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, অমিত মিশ্রা, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার , হার্দিক পান্ডে।
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এমএমএস