ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘সরি’ বললেন মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
‘সরি’ বললেন মাশরাফি মাশরাফি বিন মর্তুজা-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেবারিটের তকমা নিয়েই এবারের বিপিএল শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই হারের গ্লানি দলটাকে পেয়ে বসেছে। বিপিএলের এবারের আসরে এই পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে মাশরাফি বাহিনী, ফলে ছিটকে গেছে শিরোপা দৌড় থেকে।

ঢাকা: ফেবারিটের তকমা নিয়েই এবারের বিপিএল শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই হারের গ্লানি দলটাকে পেয়ে বসেছে।

বিপিএলের এবারের আসরে এই পর্যন্ত ৭টি ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে মাশরাফি বাহিনী, ফলে ছিটকে গেছে শিরোপা দৌড় থেকে।

টুর্নামেন্টে ঢাকায় অনুষ্ঠিত প্রথম পর্বের ৪টি ম্যাচে একটিতেও জয়ের দেখা না পাওয়া কুমিল্লা নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম পর্ব দিয়ে। গেল ১৯ নভেম্বর রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়ে এই অমূল্য জয়ের দেখা পায় ভিক্টোরিয়ান্সরা। তবে চট্টগ্রামের বাকি দুটি ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।

আর এই ৬ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে ভিক্টোরিয়ান্সরা। এমন পারফরম্যান্সের কারণে দলের পক্ষ থেকে ‘সরি’ বললেন এই টাইগার ওয়ানডে ও টি-টোয়েন্টি  অধিনায়ক।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীতে নভো নরডিস্ক আয়োজিত ‘ডায়বেটিস নিয়ন্ত্রণে, শুরু করুন এখনই’ শীর্ষক অনুষ্ঠানে দুঃখ প্রকাশ করেন এই ভিক্টোরিয়ান্স অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘হতাশ হওয়াটা অস্বাভাবিক কিছু না, সেটা আমি স্বাভাবিক ভাবেই দেখি। কারণ বিপিএল মানে ফ্র্যাঞ্চাইজিদের জন্য শুধু মাত্র একটি টুর্নামেন্টই না বা টাকা খরচ করাই না। তাদের একটি ব্যক্তিগত লক্ষ্যও থাকে, চাওয়া পাওয়া থাকে সামাজিক অবস্থান থাকে। আমিও সেটা বুঝি। কিন্তু আমি বলবো এটা শুধুই একটা খেলা এখানে অনেক কিছুই পরিবর্তন হয়। ওনাদের কথা নাই ভাবলাম কিন্তু আমাদেরও খারাপ লাগে, কেননা আমরা দল হিসেবে পারফর্ম করছি না। ’

‘আপনি যদি আমাদের পাঁচটি ম্যাচ দেখেন তাহলে বলবেন, আমরা আমাদের স্বাভাবিক খেলাই খেলতে পারিনি, যেটা অন্যান্য দল খেলেছে। তারপরেও ফ্র্যাঞ্জাইজিদের পক্ষ থেকে সহযোগিতার কথা যদি বলেন তাহলে আমি বলবো তারা পূর্ণ সহযোগিতাই করছে। যদিও ওনারা জানে আমাদের অবস্থান এখন সবার নিচে। একই সাথে এও ঠিক ওপরে ওঠার সুযোগ এখন বলতে গেলে নেই। আমরা যদি সব ম্যাচ জিতি তখনও হয়তো বা হবে না। তারপরেও ওনারা আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন। বাসস্থান থেকে শুরু করে অনুশীলন সুবিধা, প্রতিদেনের ভাতা এমনকি যোগাযোগ সেটা একটি ম্যাসেজ দিয়ে হলেও করছেন। বাদবাকি পুরো কাজটিই আমাদের উপর নির্ভর করছে। আমরা কেমন খেলবো। এমতবস্থায় আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। ’-যোগ করেন ম্যাশ।

সব শেষে মাশরাফি ফ্র্যাঞ্চাইজিদের সান্তনা দিয়ে বললেন, ‘আমি বলবো এখানেই শেষ না।   সামনে আরও পাঁচটি ম্যাচ আছে তাছাড়া বিপিএলের সামনের মৌসুমও আছে। আমরা চেষ্টা করছি দেখা যাক, হয়তো বা শেষের কয়েকটা ম্যাচ ভাল খেললে ওনাদেরও ভাল লাগবে। ’ 

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।