ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ দেখে ছাড়বেন ‘ম্যাশ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
শেষ দেখে ছাড়বেন ‘ম্যাশ’ মাশরাফি-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র শেষ তিন আসরের তিনটিতেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন মাশরাফি। এখন চলছে বিপিএলের চতুর্থ আসর। কিন্তু এই আসরে নিষ্প্রভ তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঠিক যেন নামের সুবিচার করতে পারছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র শেষ তিন আসরের তিনটিতেই চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন মাশরাফি। এখন চলছে বিপিএলের চতুর্থ আসর।

কিন্তু এই আসরে নিষ্প্রভ তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঠিক যেন নামের সুবিচার করতে পারছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

যেদিন বোলিং হচ্ছে সেদিন ব্যাটিং হচ্ছে না। আবার ব্যাটিং হচ্ছেতো বোলিং হচ্ছে না। এতে করে টুর্নামেন্টে এই পর্যন্ত অনুষ্ঠিত ৭ ম্যাচের ৬টিতেই হেরে বসেছে ভিক্টোরিয়ান্সরা, বাকি আছে ৫টি ম্যাচ। ভিক্টোরিয়ান্সদের জন্য হতাশার কথা হলো, এই ৫ ম্যাচের সবক’টিতে জিতলেও শিরোপা দৌঁড়ে থাকা হচ্ছে না।

ঠিক এমন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে দলপতি হিসেবে অনেকটাই হতাশ মাশরাফি বিন মর্তুজা। তবে জয়ের আশা ছাড়ছেন না তিনি। চাইছেন শেষ ৫ ম্যাচের প্রতিটিতেই জয় নিয়ে অন্তত হারের গ্লানি ঘোচাতে, দলের মুখে হাসি ফোটাতে।  

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীতে নভো নরডিস্ক আয়োজিত ‘ডায়বেটিস নিয়ন্ত্রণে, শুরু করুন এখনই’ শীর্ষক অনুষ্ঠানে বিপিএলে নিজেদের বাদবাকি ম্যাচ নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলপতি।

‘এখনও পাঁচটি ম্যাচ আছে। মাঠে লড়তে হবে, এই মানসিকতা থাকাটাই এখন বেশি জরুরি। এমন মানসিকতা থাকলে বাদবাকি ফলাফল এমনিতেই হয়ে যায়। এখনও পর্যন্ত কোন কিছুই আমাদের পক্ষে যায়নি। তাছাড়া এখন যে পরিসংখ্যান তাতে পরের পাঁচটি ম্যাচ জিতলেও কিছুই হবে না। যদি জিততে পারি তাহলে স্কোয়াডে থাকা প্রত্যেকটা প্লেয়ারেরই হয়তো বা ভাল লাগবে যে প্রথম দিকে পারিনি কিন্তু শেষের দিকে পেরেছি। '

বিপিএলের এবারের আসরে এই পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শনিবার (২৬ নভেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে সাকিবের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ২৩ নভেম্বর, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।