মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরে একেবারেই জ্বলে উঠতে পারেনি গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতেই হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফির নেতৃত্বে থাকা এই দলটিকে।
তবে দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত দল নিয়ে ঠিক এভাবে ভাবতে চাইছেন না। এতগুলো হারের পরও বেশ ইতিবাচক এই ভিক্টোরিয়ান্স টপঅর্ডার। প্রথমে হয়নি তো কী হয়েছে? শেষ ৫ ম্যাচে দলকে দু’হাত ভরে দিয়ে চাইছেন শেষ চারের আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখতে। আর এক্ষেত্রে নিজের ব্যাটিংকেই এগিয়ে রাখছেন শান্ত। চাইছেন, ম্যাচ বাই ম্যাচ জিতে নামের সুবিচার করতে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে এভাবেই প্রত্যয় ব্যক্ত করেন শান্ত, ‘যেহেতু পাঁচটি ম্যাচ আছে সেহেতু লক্ষ্য থাকবে অনেক বড় কিছুর। প্রতিটি ম্যাচেই আমার অবদানটা বেশি রাখতে চেষ্টা করবো। যতকুটু দেই তার চেয়ে ২০-৫০ ভাগ বেশি দেয়ার চেষ্টা করবো। তবে আমি পাঁচটি ম্যাচ নিয়ে নয়, ম্যাচ বাই ম্যাচ নিয়ে ভাবছি। ’
গণমাধ্যম কর্মীরা এ সময় শান্ত’র কাছে জানতে চান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের যে অবস্থা এখান থেকে আর পাওয়ার কি আছে? উত্তরে শান্ত জানান, ‘পাওয়ার অনেক কিছুই আছে। আমরা যারা তরুণ প্লেয়ার আছি তাদের পারফর্ম করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগের ম্যাচগুলোতেও আমরা কয়েকজন তরুণ প্লেয়ার পারফর্ম করেছি। যারা করতে পারিনি তাদের পরের পাঁচটি ম্যাচে পারফর্ম করার সুযোগ থাকছে। ’
এদিকে, বিপিএলে প্রথম ৫ ম্যাচে শান্তকে ৩, ৪ ও ৫ নম্বরে ব্যাটিং করতে দেখা গেলেও গত দুই ম্যাচে তাকে ওপেনিংয়ে দেখা গেছে। আর ওপেনিংয়ে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া শান্ত চাইছেন পরের ম্যাচগুলোতে ভালো কিছু করে নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে, ‘আসলে সব সময়ই তিনে ব্যাটিং করা হয়, ওপেনিংয়ে সুযোগ পেয়েছি তাই চেষ্টা করবো যেন আরও ভালো করা যায়।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৬
এইচএল/এমআরপি