ঢাকা: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং বরিশাল বুলস।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় মাঠে নামবে সৌম্য সরকার, শহীদ আফ্রিদিদের রংপুর। তাদের প্রতিপক্ষ মুশফিকুর রহিম, শাহরিয়ার নাফিসদের বরিশাল। সন্ধ্যা পৌনে ছয়টায় ড্যারেন স্যামি, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজদের রাজশাহীর প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রিস গেইল, তামিম ইকবালদের চিটাগং।
এ মুহূর্তে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। দুপুরের ম্যাচে মাঠে নামা বরিশাল পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান নিয়েছে। ১১ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট বুলসদের। ফলে, বলাই যায় এটিই তাদের টুর্নামেন্টের বিদায়ী ম্যাচ হতে যাচ্ছে।
বরিশালের আজকের প্রতিপক্ষ রংপুর অবশ্য টেবিলের পাঁচ নম্বরে। ১০ ম্যাচ খেলে ৫ জয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সেরা চারে থেকে পরের রাউন্ড খেলতে হলে জয় ভিন্ন কিছুই নেই রাইডার্সদের সামনে।
পয়েন্ট টেবিলের দুই ও চার নম্বরে থাকা চিটাগং ভাইকিংস আর রাজশাহী কিংসের ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। তামিমের ভাইকিংসের ১১ ম্যাচে অর্জন ৬ জয়ে ১২ পয়েন্ট। আর স্যামি-সাব্বিরদের সমান ম্যাচে ৫ জয়ে অর্জন ১০ পয়েন্ট। টুর্নামেন্টে চিকে থাকতে হলে আজকের দুপুরের ম্যাচের দিকে তাকিয়ে মাঠে নামতে হবে রাজশাহীকে। কারণ, রাজশাহীর চেয়ে এক ম্যাচ কম খেলা রংপুরের পয়েন্টও ১০।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৬
এমআরপি