ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লঙ্কানদের বিপক্ষে পারলো না বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
লঙ্কানদের বিপক্ষে পারলো না বাংলাদেশ

টি-টোয়েন্টি এশিয়া কাপের ১৪তম ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে রুমানা আহমেদের দলটি। ফলে, এবারের এশিয়া কাপে ৫ ম্যাচের তিনটিতে হার আর দুটিতে জয় নিয়েই দেশে ফিরতে হচ্ছে টাইগ্রেসদের।

ঢাকা: টি-টোয়েন্টি এশিয়া কাপের ১৪তম ম্যাচে হেরেছে বাংলাদেশ নারী দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে রুমানা আহমেদের দলটি।

ফলে, এবারের এশিয়া কাপে ৫ ম্যাচের তিনটিতে হার আর দুটিতে জয় নিয়েই দেশে ফিরতে হচ্ছে টাইগ্রেসদের।

শনিবার (গ৩ ডিসেম্বর) রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় রুমানা আহমেদের দল। ব্যাংককের এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় ম্যাচটি শুরু হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও স্বাগতিক থাইল্যান্ড ও নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হোঁচট খেয়ে ৪ ডিসেম্বরের ফাইনালের লক্ষ্য থেকে দূরে সরে যায় টাইগ্রেসরা।

নিজেদের শেষ ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৯৩ রান। জবাবে, ৩ উইকেট হারানো শ্রীলঙ্কা ১৯ ওভার ব্যাট করে জয় তুলে নেয়।

ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটি থেকে সানজিদা ইসলাম এবং শারমীনা সুলতানা ৪৩ রান তুলে নেন। ওপেনার শারমীনা ২৬ বলে ১৭ রান করে ফিরে গেলেও সানজিদা করেন ইনিংস সর্বোচ্চ ৩৫ রান। তার ৪৯ বলের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি। তিন নম্বরে নামা শায়লা শারমীন ৩৮ বলে দুটি চারের সাহায্যে ২৫ রান করে অপরাজিত থাকেন।

মাঝে দলপতি রুমানা ২ রান করে বিদায় নেন। ৩ রানে অপরাজিত থাকেন জাহানারা আলম।

স্বল্প পুঁজিতেও ফিল্ডিংয়ে নেমে ভালো শুরু করে বাংলাদেশের মেয়েরা। ইনিংসের ষষ্ঠ ওভারে লঙ্কানদের ওপেনার হানসিকাকে ফেরান টাইগ্রেস দলপতি রুমানা। খাদিজা তুল কুবরার হাতে ধরা পড়ার আগে হানসিকা ১০ রান করেন। দলীয় ১৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

এরপর আরেক ওপেনার জসোদা মেন্ডিসের সঙ্গে জুটি গড়েন চামারি আতাপাত্তু। দলীয় ৭৭ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয় উইকেটের পতন ঘটে লঙ্কানদের। ১৪তম ওভারে আঘাত হানেন বাংলাদেশের দলপতি ও একমাত্র হ্যাটট্রিক করা রুমানা। চতুর্থ বলে মেন্ডিস রানআউট হয়ে ফেরার আগে করেন ২৪ রান। আর পঞ্চম বলে আতাপাত্তুকে বিদায় করেন রুমানা। আত্তাপাত্তুর ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান।

বাকিটা পথ লঙ্কানদের টেনে নিয়ে চলেন সুরাঙ্গিকা (৯) এবং দলপতি হাসিনি পেরেরা (৯)। ১৯ ওভার ব্যাট করে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।