মিরপুর থেকে: টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে রংপুর রাইডার্স ১৫৪ রান সংগ্রহ করেছে। পরের রাউন্ডে যাওয়ার ক্ষীণ আশা থাকা বরিশালকে এই স্কোর টপকে যেতে হবে।
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৯তম ম্যাচে মাঠে নামে নাঈম ইসলামের রংপুর রাইডার্স এবং মুশফিকুর রহিমের বরিশাল বুলস। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি নাঈম ইসলাম। রংপুরের হয়ে ব্যাটিং শুরু করেন মোহাম্মদ শাহজাদ এবং সৌম্য সরকার।
ইনিংসের চতুর্থ ওভারে কামরুল ইসলাম রাব্বির বলে সাজঘরে ফেরেন টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে ব্যর্থ রংপুরের ওপেনার সৌম্য সরকার। শাহরিয়ার নাফিসের হাতে ধরা পড়ার আগে সৌম্যর ব্যাট থেকে আসে ১২ বলে এক চার আর এক ছক্কায় ১৭ রান। এবারের আসরে এখন পর্যন্ত তার ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৬। দলীয় ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় রংপুর।
এরপর জুটি গড়েন ওপেনার মোহাম্মদ শাহজাদ এবং মোহাম্মদ মিঠুন। এই জুটি থেকে আসে ৭৬ রান। ইনিংসের ১৫তম ওভারে ব্যক্তিগত ৪৮ রান করে রায়াদ এমরিতের বলে এলবির ফাঁদে পড়েন এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা শাহজাদ। তার ৪০ বলের ইনিংসে ছিল চারটি চার আর একটি ছক্কার মার। দলীয় ১০৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় রংপুর। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি ব্যাটিংয়ে এসে দ্রুতই বিদায় নেন। ১৬তম ওভারে শাহরিয়ার নাফিসের তালুবন্দি হন আফ্রিদি। রাব্বির বলে আউট হওয়ার আগে তিনি ৩ বলে এক ছক্কায় করেন ৭ রান।
১৭তম ওভারে ফেরেন মোহাম্মদ মিঠুন। থিসারা পেরেরার বলে তাইজুলের তালুবন্দি হন তিনি। আউট হওয়ার আগে মিঠুনের ব্যাট থেকে আসে ৩৪ রান। বিদায় নেওয়ার আগে ৪১ বল খেলে মিঠুন একটি চার আর একটি ছক্কা হাঁকান। ১৯তম ওভারে আবারো আঘাত হানেন পেরেরা। ৭ রান করা আনোয়ার আলী উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন। জিয়াউর রহমান ১৭ বলে দুটি চার আর একটি ছক্কায় করেন অপরাজিত ২৩ রান। লিয়াম ডসন ৭ রানে অপরাজিত থাকেন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর একটায় মাঠে নামে রংপুর-বরিশাল।
অপর ম্যাচে মাঠের লড়াইয়ে নামবে চিটাগং ভাইকিংস এবং রাজশাহী কিংস। সন্ধ্যা পৌনে ছয়টায় ড্যারেন স্যামি, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজদের রাজশাহীর প্রতিপক্ষ হিসেবে থাকছে ক্রিস গেইল, তামিম ইকবালদের চিটাগং।
এ মুহূর্তে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। দুপুরের ম্যাচে মাঠে নামা বরিশাল পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান নিয়েছে। ১১ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট বুলসদের। ফলে, এটি তাদের টুর্নামেন্টের বিদায়ী ম্যাচও হতে পারে।
বরিশালের প্রতিপক্ষ রংপুর অবশ্য টেবিলের পাঁচ নম্বরে। ১০ ম্যাচ খেলে ৫ জয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। সেরা চারে থেকে পরের রাউন্ড খেলতে হলে জয় ভিন্ন কিছুই চাইছে না রাইডার্সরা।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৬
এমআরপি