ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কবে জ্বলবে সৌম্যর ব্যাট?

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
কবে জ্বলবে সৌম্যর ব্যাট? ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে ১১ ম্যাচে সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে মাত্র ১৩০ রান। সর্বোচ্চ ২৬। স্ট্রাইক রেটও একশ’র নিচে (৯৫.৫৮)।

মিরপুর থেকে: খরা কাটিয়ে রানে ফেরার ইঙ্গিত ছিল আজ সৌম্য সরকারের ব্যাটে। বরিশালের বিপক্ষে ইনিংসের চতুর্থ ওভারে দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি সীমানা পার করলেন।

পেসার কামরুল ইসলাম রাব্বির লেগ স্ট্যাম্পের উপর করা বাউন্সারটি উড়িয়ে মারলেন ডিপ স্কয়ার লেগ দিয়ে। এবার ছক্কা।

দুর্দান্ত ইনিংস খেলার ইঙ্গিত দেওয়া সৌম্য পরের বলটি তুলে দিলেন আকাশে। রাব্বির লেংথ ডেলিভারিটি বুঝতে না পেরে লেগ সাইডে খেলার চেষ্টা করলেন সৌম্য, বল ব্যাটে আসলো একটু দেরিতে। ব্যাটের কানায় লাগতেই বল উঠে গেল অনেক উঁচুতে। কাভারে দাড়ানো শাহরিয়ার নাফীস সহজেই তা তালুবন্দি করলেন। ১৭ রানে থেমে গেল ইনিংস। আজও আত্মবিশ্বাস জাগানিয়া বড় ইনিংসের দেখা পেলেন না সৌম্য সরকার।  

বিপিএলে ১১ ম্যাচে সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে মাত্র ১৩০ রান। সর্বোচ্চ ২৬। স্ট্রাইক রেটও একশ’র নিচে (৯৫.৫৮)।

সৌম্যর ব্যাটে বিবর্ন দশা ২০১৫ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে। ১৭টি আন্তর্জাতিক ম্যাচ থেকে চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন মাত্র দু’বার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে সর্বোচ্চ ইনিংস ২০।

বিপিএলের গত আসরেও রানখরা ছিল সৌম্যর ব্যাটে। সেবার ১২ ম্যাচে একটি ফিফটিতে করেছিলেন ১৭৭ রান। লিজেন্ডস অব রুপগঞ্জের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও জ্বলেনি সৌম্যর ব্যাট।

অথচ ২০১৫ বিশ্বকাপ ও দেশের মাটিতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্যর ব্যাটে রান ছিল। সেই সৌম্য কোথায় যেন হারিয়ে গেলেন! মোটা দাগে বড় ব্যর্থতা মার্চে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে। সেই হতাশা থেকে যেন আর কিছুতেই বের হতে পারছেন না এ বাঁহাতি ওপেনার।

সামনেই নিউজিল্যান্ড সিরিজ। সৌম্য সরকারের এমন শ্রীহীন ব্যাটিং জাতীয় দলের নির্বাচকদের কপালে যে চিন্তার ভাঁজ ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। সৌম্য কি সেটি বুঝতে পারছেন?

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।