ঢাকা: মোহালিতে দুর্দান্ত খেলার সুবাদে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইতে সিরিজের চতুর্থ টেস্টে উইকেটরক্ষক হিসেবে পার্থিব প্যাটেলই থাকছেন। নিয়মিত উইকেটরক্ষক ঋদ্ধিমান শাহ এখনও সুস্থ হয়ে ওঠেননি।
দীর্ঘ আট বছর পর ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়ে অসাধারণ খেলেছেন প্যাটেল। প্রথম ইনিংসে ৪২ করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। এমনকি জয়সূচক রানটিও তার ব্যাট থেকে আসে। গত ১২ বছরে প্যাটেলের এটি প্রথম অর্ধশতক।
আগামী ০৮ নভেম্বর মুম্বাইতে সিরিজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে আছে বিরাট কোহলির নেতৃত্বে থাকা ভারত।
চতুর্থ টেস্টের জন্য ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), আজিঙ্কে রাহানে, লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পুজারা, করুন নায়ার, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৬
এমএমএস