ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ভারতের শিরোপা উল্লাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
পাকিস্তানকে হারিয়ে ভারতের শিরোপা উল্লাস ছবি:সংগৃহীত

নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল ভারত। ভারতীয় নারীদের করা ১২১ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১০৪ রান করে পাকিস্তান নারীরা।

ঢাকা: নারীদের এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল ভারত। ভারতীয় নারীদের করা ১২১ রানের জবাবে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১০৪ রান করে পাকিস্তান নারীরা।

আর এ শিরোপা জিতে এশিয়া কাপ আসরে এখন পর্যন্ত অনুষ্ঠিত ছয়টি ট্রফিই ঘরে তুললো ভারত।

১২২ রানের জয়ের লক্ষ্যে মাঠে নেমে ভালো খেলেও শেষ পর্যন্ত জয়বঞ্চিত হয় পাকিস্তান। এতে অবশ্য ভারতীয়দের নিয়ন্ত্রিত বোলিংই জয় পেতে দেয়নি বিপক্ষ দলকে। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক বিসমাহ মারুফ। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান একতা বিসেত।

টসে জিতে এর আগে ব্যাট করতে নেমে ওপেনার মিতালি রাজের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি পায় ভারত। মিতালি রাজ সর্বোচ্চ ৭৩ রান করেন। ঝুলন গোস্বামি ১৭ করলেও বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান আনাম আমিন।

এদিকে এবারের নারী এশিয়া কাপে অংশগ্রহণ করে বাংলাদেশও। রুমানা আহমেদের নেতৃত্বে যাওয়া বাংলাদেশ আসরে পাঁচ ম্যাচ খেলে তিনটি হার ও দুটি ম্যাচে জয় পায়। টুর্নামেন্টে তারা চতুর্থ হয়ে বিদায় নেয়। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও পরের দুই ম্যাচে থাইল্যান্ড আর নেপালকে উড়িয়ে দেয় টাইগ্রেসরা। পরের দুটি ম্যাচে পাকিস্তান আর শ্রীলঙ্কার বিপক্ষে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ০৪ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।