ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অন্য দিকে তাকানোর সুযোগ নেই: মোসাদ্দেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
অন্য দিকে তাকানোর সুযোগ নেই: মোসাদ্দেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলের এবরের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা ডায়নামাইটস। গ্রুপ পর্বে ১২ ম্যাচ খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরেই অবস্থান করছে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন এই দলটি।

মিরপুর থেকে: বিপিএলের এবরের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা ডায়নামাইটস। গ্রুপ পর্বে ১২ ম্যাচ খেলে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে এক নম্বরেই অবস্থান করছে প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন এই দলটি।

গেল রোববার (০৪ ডিসেম্বর) ঢাকা-খুলনার মধ্যকার ম্যাচ দিয়ে ইতোমধ্যেই শেষ হয়েছে বিপিএলের এবারের আসরের গ্রুপ পর্বের খেলা। ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব। প্লে-অফে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথম কোয়ালিফায়ারে ঢাকার প্রতিপক্ষ টেবিলের দুই নাম্বারে থাকা খুলনা টাইটানস।  

ফাইনালের লড়াইয়ে যেতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খেলা দু’দলের জন্যই থাকছে দুটি সুযোগ। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। আর যারা হেরে যাবে তারা ওই ম্যাচ শেষে বিদায় নেবে বিষয়টি এমন নয়। তাদের জন্য সুযোগ থাকছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচেও। সেখানে জিততে পারলেও তারা চলে যাবে ফাইনালে।  

সেখানে তারা খেলবে এলিমিনেটার জয়ী দলের সাথে। তবে ঢাকা চাইছে দ্বিতীয় সুযোগের অপেক্ষায় না থাকতে। প্রথম ম্যাচেই জয় নিয়ে চলে যেতে চাইছে ফাইনালে। ঢাকার এই দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়েছেন দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।

সোমবার (৫ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের আগে গণমাধ্যমকে সৈকত জানান, ‘যেহেতু আমরা এক নম্বরে থেকে পরের রাউন্ডে উঠেছি, তাই আমাদের পরিকল্পনা থাকবে প্রথম ম্যাচটাই জেতা। দ্বিতীয় ম্যাচের কোনো চিন্তা-ভাবনা আমাদের মাথায় নেই। ’

খুলনার বিপক্ষে প্রত্যাশিত জয় নিয়ে ফাইনালে ওঠা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘আসলে পরীক্ষা-নিরীক্ষার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যারা জিতবে তারা ফাইনালে যাবে। বিষয়টা এমনই যে অন্য কোনো দিকে তাকানোর সুযোগই নেই। এখন আমাদের পুরোপুরি লক্ষ্য খুলনার সঙ্গে জিততেই হবে। ’

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।