ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে পুলিশের সাথে ঢাকার সমর্থকদের হাতাহাতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
বিপিএলে পুলিশের সাথে ঢাকার সমর্থকদের হাতাহাতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের শেষের দিকে এসে বিশৃঙ্খলার ঘটনা ঘটলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে। শের-ই-বাংলা স্টেডিয়ামের ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডে বসা নিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে ঢাকা ডায়নামাইটসের সমর্থকরা।

মিরপুর থেকে: বিপিএলের শেষের দিকে এসে বিশৃঙ্খলার ঘটনা ঘটলো মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে। শের-ই-বাংলা স্টেডিয়ামের ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডে বসা নিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটিয়েছে ঢাকা ডায়নামাইটসের সমর্থকরা।

ঘটনার শুরু মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে। মাত্রই শেষ হয়েছে বিপিএলে রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার দিনের প্রথম ম্যাচ। তখন হঠাৎই দেখা যায় উত্তপ্ত হয়ে উঠেছে গ্যালারি। ঢাকার বেশ কিছু সমর্থক ওই গ্যালারিতে দায়িত্বরত পুলিশ সদস্যদের লাঞ্ছিত করে।

গ্যালারিতে গিয়ে জানতে চাইলে ঢাকার এক সমর্থক বলেন, ‘আমরা গ্যালারিতে খেলা দেখতে এসেছি। এসেই দেখি কয়েকজন পুলিশ সদস্য এখানে বসা। আমরা তাদের উঠে যেতে বললে তারা না উঠে আমাদের সাথে দুর্ব্বহার করেন। তারা জানান, আপনারা বসে বসে খেলা দেখবেন আমরা কি দাঁড়িয়ে দায়িত্ব পালন করবো? অনুরোধ করার পরেও তারা যাবেন না বলে জানান। এক পর্যায়ে সেখানে দায়িত্বরত আরও কয়েকজন পুলিশ সদস্য ডেকে এনে আমাদের মারধর শুরু করে। ’

তবে বেশ কয়েকটি সূত্র বলছে, ঢাকার দর্শকরা ওই পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেছে।

তবে বিষয়টি শুধুই ভুল বোঝাবুঝি বললেন, মিরপুর ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন। তিনি জানান, ‘এখানে বসা নিয়ে যে ঘটনা ঘটেছে মাঠে এমন ঘটনা ঘটেই। আমি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখেছি। তবে, এর বাইরেও হয়তো আরও কিছু আছে। সেগুলো কি, জানতে তদন্ত চলছে। ’

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৬ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।