ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইমরানকে খেলানো উচিত ছিল: তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৬
ইমরানকে খেলানো উচিত ছিল: তামিম ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিটাগং ভাইকিংসের পাকিস্তানি মিডিয়াম পেসার ইমরান খান (জুনিয়র) বিপিএলে দারুণ বোলিং করে যাচ্ছিলেন। ৯ ম্যাচে ৬.৫৪ ইকোনমিতে ১১ উইকেট তারই প্রমাণ। অথচ রাজশাহী কিংসের বিপক্ষে এলিমিনিটর ম্যাচে একাদশে জায়গা হয়নি এ বাঁহাতির।

মিরপুর থেকে: চিটাগং ভাইকিংসের পাকিস্তানি মিডিয়াম পেসার ইমরান খান (জুনিয়র) বিপিএলে দারুণ বোলিং করে যাচ্ছিলেন। ৯ ম্যাচে ৬.৫৪ ইকোনমিতে ১১ উইকেট তারই প্রমাণ।

অথচ রাজশাহী কিংসের বিপক্ষে এলিমিনিটর ম্যাচে একাদশে জায়গা হয়নি এ বাঁহাতির।

রাজশাহীর বিপক্ষে হেরে বিপিএল থেকে বিদায় নেওয়ার পর চিটাগং অধিনায়ক তামিম ইকবাল সাফ জানালেন, ইমরানকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত ভুল ছিল।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম জানান, ‘আমার মনে হয় আমরা ভুল করেছি। আমরা তাকে খেলাতে পারতাম। তবে এটা টিমের সিদ্ধান্ত। আমার কাছে মনে হয় ইমরানকে খেলানো উচিত ছিল। ’ 

ব্যাট হাতে চিটাগংকে এবার দারুণভাবে এগিয়ে নিয়েছেন তামিম ইকবাল। ১৩ ম্যাচে ৬টি অর্ধশতকে টুর্নামেন্টের সর্বোচ্চ ৪৭৬ রান করেছেন। বিপিএলে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট আছেন এ বাঁহাতি ওপেনার, ‘যে ধরনের ব্যাটিং আমি করেছি ওটা নিয়ে খুশি। তবে দিন শেষে রান গুলো যদি দলকে জেতাতে সাহায্য না করে এটার কোনো মূল্য নেই। তবে যেভাবে খেলেছি তাতে আমি খুশি। যদি আরো ১০ ভাগ বেশি ভালো করতাম, আজকে আমি আরো একটু ভালো খেললে হয়তো ১০ রান বেশি হতো। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।