ঢাকা: মুম্বাইয়ে সফরকারী ইংল্যান্ড চতুর্থ টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম দিন শেষে ২৮৮ রান সংগ্রহ করেছে। তাতে ইংলিশদের উইকেট হারাতে হয়ছে ৫টি।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের দুই ওপেনার অ্যালিস্টার কুক এবং জেনিংস মিলে তুলে নেন ৯৯ রান। সফরকারী দলপতি কুক ৬০ বলে ৫টি চারের সাহায্যে করেন ৪৬ রান। ২১৯ বলে ১৩টি বাউন্ডারির সাহায্যে ১১২ রানের দারুণ এক ইনিংস খেলেন অভিষিক্ত জেনিংস।
তিন নম্বরে নামা জো রুট করেন ২১ রান। চার নম্বরে নেমে ইংলিশ অলরাউন্ডার মঈন আলি অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১৪ রান। দিন শেষে বেন স্টোকস (২৫) আর জস বাটলার (১২) অপরাজিত থাকেন।
ভারতের হয়ে ৩০ ওভার বল করে ৭৫ রান খরচায় চারটি উইকেট তুলে নেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। টেস্টে ভারতের সাবেক তারকা পেসার জাভাগাল শ্রীনাথকে টপকে গেছেন তিনি। সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন ত্রিশ বছর বয়সী এ অফস্পিনার। বাকি উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা।
** মাঠ থেকে হাসপাতালে আম্পায়ার
** শ্রীনাথকে ছাড়িয়ে গেলেন অশ্বিন
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ০৮ ডিসেম্বর ২০১৬
এমআরপি