ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দুই দলই চাপের মধ্যে থাকবে: নাসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
দুই দলই চাপের মধ্যে থাকবে: নাসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি যে দু’দলের মধ্যে অনুষ্ঠিত হয় চাপে থাকে তারা উভয়েই। এমন কি কখনও হয়েছে এক দল ভীষণ চাপে আছে আর এক দল চাপমুক্ত হয়ে খেলছে? নিশ্চই নয়। বিপিএলের ক্ষেত্রেও বিষয়টি তাই।

মিরপুর থেকে: একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি যে দু’দলের মধ্যে অনুষ্ঠিত হয় চাপে থাকে তারা উভয়েই। এমন কি কখনও হয়েছে এক দল ভীষণ চাপে আছে আর এক দল চাপমুক্ত হয়ে খেলছে? নিশ্চই নয়।

বিপিএলের ক্ষেত্রেও বিষয়টি তাই।

গ্রুপ পর্ব থেকে শুরু করে প্লে অফ পর্বে যোগ্যতার শতভাগ প্রমাণ দিয়েই ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। তাই একথা বলাই যায় কেউ কারো চাইতেই এখানে কম নয়।  

বিপিএলের এবারের আসরে গ্রুপ পর্বের খেলার সাকিবের ঢাকা হেরেছিল মোট চারটি ম্যাচ। এরমধ্যে দুটিই ছিল রাজশাজীর বিপক্ষে। সেই রাজশাহী এবার শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকার প্রতিপক্ষ।

তাই সংবাদ সম্মেলনে ঢাকার অলরাউন্ডার নাসির হোসেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই বিষয়টি দলের জন্য বাড়তি প্রত্যাশার চাপ কী না?

গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে নাসির জানান, ‘ফাইনাল সবসময়ই বিগ ম্যাচ। চাপ আমাদের যেমন থাকবে, তেমনটা ওদেরও থাকবে। এছাড়া দুই ম্যাচে হেরেছি বলে ওদের বিপক্ষে আমরা চাপে আছি এমনটা না। আমাদের এখন প্রধান কাজ মাঠে ঠিক মতো ব্যাটে-বলে পারফর্ম করা। ’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ফাইনাল ম্যাচপূর্ব অনুশীলন শেষে তিনি একথা বলেন।
 
কাগজ-কলমের হিসাব এবং মাঠের পারফরমেন্স বিচার করলে এবারের বিপিএলের এবারের আসরে ঢাকাকে যে কেউই সেরা বলবেন। কেননা গ্রুপ পর্বে ১২ ম্যাচের ৮টিতেই জয় পেয়েছে সাকিব আল হাসান এন্ড কোং। পক্ষান্তরে ড্যারেন স্যামিরা ১২ ম্যাচে জয় পেয়েছেন ৬টিতে। তবে নাসির ওসব কাগজ-কলমে বিশ্বাসী নন। মাঠে যারা সেরাটা দিতে পারবে তারাই শিরোপা জিতবে বলে তিনি বিশ্বাস করেন।
      
‘আসলে কাগজে-কলমে সেরা হলেই তো হবে না। মাঠে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। রাজশাহী খারাপ দল নয়। ওদের ছোট মনে করার কোনো সুযোগ নেই। ওরা ফাইনালে খেলছে, ওরা তো নিজেদের সেরাটা প্রমাণ করেছে। ফাইনালে যারা কম মিসটেক করবে তারাই জিতবে। ’

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছ’টায় বিপিএলের ফাইনালে ঢাকা ডায়নমাইটসকে মোকাবেলা করবে রাজশাহী কিংস।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৮ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।