ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গাঙ্গুলির কীর্তিতে ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
গাঙ্গুলির কীর্তিতে ওয়ার্নার ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। যা অস্ট্রেলিয়ান ওপেনারের বছরের সপ্তম ওয়ানডে শতক। দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নার একটি রেকর্ডও গড়েছেন। নাম লিখিয়েছেন সৌরভ গাঙ্গুলির পাশে।

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন ডেভিড ওয়ার্নার। যা অস্ট্রেলিয়ান ওপেনারের বছরের সপ্তম ওয়ানডে শতক।

দুর্দান্ত ফর্মে থাকা ওয়ার্নার একটি রেকর্ডও গড়েছেন। নাম লিখিয়েছেন সৌরভ গাঙ্গুলির পাশে।

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে যৌথভাবে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুলির মালিক এখন ওয়ার্নার। সবচেয়ে বেশি ব্যাট হাতে এমন কীর্তি দেখিয়েছেন ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার (৯টি, ১৯৯৮)। ২০০০ সালে রঙিন পোশাকে ৭টি শতক উদযাপন করেছিলেন আরেক ভারতীয় গ্রেট গাঙ্গুলি।

শুক্রবার (৯ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৯৫ বলে সেঞ্চুরি পূরণ করেন ওয়ার্নার। তাতে ছিল ১০টি চার ও ১টি ছক্কার মার। ক্যারিয়ারের ৮৮তম ওডিআইতে ১১তম সেঞ্চুরির দেখা পেলেন ত্রিশ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৫৬ রানের (১২৭ বল) ঝলমলে ইনিংস উপহার দেন তিনি।

তিনদিন আগে ক্যানবেরায় অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও সেঞ্চুরি হাঁকান ওয়ার্নার। খেলেন ১১৯ রানের ইনিংস। দল পায় ৩৭৮ রানের বিশাল সংগ্রহ। ১১৬ রানের দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করে অজিরা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।