ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কপিল দেবের পাশে অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
কপিল দেবের পাশে অশ্বিন ছবি: সংগৃহীত

রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টের প্রথম দিনে সাদা পোশাকে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সপ্তম স্থানে উঠে আসেন। এবার স্বদেশি কিংবদন্তি কপিল দেবের পাশে নাম লেখালেন টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার।

ঢাকা: রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টের প্রথম দিনে সাদা পোশাকে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সপ্তম স্থানে উঠে আসেন।

এবার স্বদেশি কিংবদন্তি কপিল দেবের পাশে নাম লেখালেন টেস্টের নাম্বার ওয়ান অলরাউন্ডার।

শুক্রবার (৯ ডিসেম্বর) চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে চারশ’ রানে থামে ইংলিশদের প্রথম ইনিংস। একাই ছয়টি উইকেট তুলে নেন অশ্বিন। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে ২৩ বার পাঁচ উইকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করলেন ত্রিশ বছর বয়সী অফস্পিনার। স্পর্শ করেন কপিল দেবের রেকর্ড।

ভারতের হয়ে যৌথভাবে দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে তৃতীয় সর্বোচ্চবার পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েন অশ্বিন। সবচেয়ে ৩৫ বার এমন কীর্তি দেখিয়েছিলেন অনিল কুম্বলে। এর পরেই রয়েছেন আরেক সাবেক স্পিন তারকা হরভজন সিং (২৫)।

আর মাত্র দু’টি উইকেট নিলেই সাবেক লেগস্পিনার চন্দ্রশেখরকে ছাড়িয়ে যাবেন জাভাগাল শ্রীনাথকে টপকে যাওয়া অশ্বিন। দেশের জার্সিতে সর্বোচ্চ টেস্ট উইকেট দখলে সাত থেকে উঠে আসবেন ছয়ে।

এ ফরমেটে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক অনিল কুম্বলে। সাবেক এ কিংবদন্তি লেগস্পিনার ১৩২ টেস্টে ৬১৯টি উইকেট দখল করেন। তার ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে কপিল দেব (৪৩৪) ও হরভজন সিং (৪১৭)।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।