ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শেষ মূহূর্তে ডাক পেলেন মেহেদি মারুফ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
শেষ মূহূর্তে ডাক পেলেন মেহেদি মারুফ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলে বড় বড় ছক্কার প্রদর্শনী দেখিয়ে আলোচনায় ছিলেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ। বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ ছক্কা (২০টি) এসেছে তার ব্যাট থেকেই।

মিরপুর থেকে: বিপিএলে বড় বড় ছক্কার প্রদর্শনী দেখিয়ে আলোচনায় ছিলেন ঢাকা ডায়নামাইটসের ওপেনার মেহেদি মারুফ। বিপিএলের চলতি আসরে সর্বোচ্চ ছক্কা (২০টি) এসেছে তার ব্যাট থেকেই।

১৪ ম্যাচে ১৩৫.৫৪ স্ট্রাইকরেটে ৩৪৭ রান করা এ ব্যাটসম্যান নিউজিল্যান্ড সিরিজের আগে অস্ট্রেলিয়ায় জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব-মাশরাফি-সাব্বিরদের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে চড়বেন মেহেদি মারুফ। শেষ মুহূর্তে মারুফ অন্তর্ভূক্ত হওয়ায় বাংলাদেশ দল হলো ২৩ সদস্যের। এদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও ইবাদত হোসেন আছেন ডেভলপম্যান্ট কার্যক্রমের অংশ হিসেবে।

উল্লেখ্য, গতকাল রাতে রওয়ানা হয়ে মুশফিক-মোস্তাফিজসহ বাংলাদেশ দলের একাংশ পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে যারা বিপিএলের ফাইনাল খেলেছেন তারা সিডনির উদ্দেশে রওয়ানা হবেন শনিবার রাতে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।