ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের সঙ্গে থাকছেন না ওয়াসিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
সাকিবদের সঙ্গে থাকছেন না ওয়াসিম ছবি: সংগৃহীত

২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ হিসেবে থাকছেন না পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ফলে, সাকিবদের নতুন কোনো কোচের অধীনে খেলতে দেখা যাবে।

ঢাকা: ২০১৭ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলিং কোচ হিসেবে থাকছেন না পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ফলে, সাকিবদের নতুন কোনো কোচের অধীনে খেলতে দেখা যাবে।

কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী এবং ম্যানেজিং ডিরেক্টর ভিনকি মাইশুর এক বিবৃতিতে জানান, ‘২০১৭ আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে ওয়াসিম ভাই আর থাকছেন না। এই পরিবারের দারুণ একজন সদস্য ছিলেন তিনি। ২০১২ এবং ২০১৪ সালের শিরোপা জিততে তিনি অনেক সহযোগিতা করেছেন। দলকে সাফল্য পাইয়ে দেওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাতে ভুলবো না। ’

কেকেআরের সাথে মেন্টর ও বোলিং কোচের ভূমিকায় সফল ছিলেন ওয়াসিম। নিজে না থাকলেও আগামী আসরের জন্য কেকেআরকে শুভ কামনা জানিয়েছেন আকরাম। তিনি জানান, ‘গত কয়েক বছর মেন্টর ও বোলিং কোচ হিসেবে কেকেআরে থাকাকালীন সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও পরস্পরের মধ্যে আস্থা বেশ ভালো ছিল। দলের সকলের সঙ্গে দারুণ সময় উপভোগ করেছি। নিশ্চিত করে বলতে পারি, ড্রেসিং-রুমের পরিবেশ আমি খুব মিস করব। আশা করি আগামী বছর ভালো করবে কেকেআর। ’

৫০ বছর বয়সী ওয়াসিম ২০১০ সালে নাইট রাইডার্সদের সঙ্গে কাজ করেছেন। আইপিএলের পরবর্তী আসর শুরু হবে আগামী ৫ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।