ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরাজকে প্রয়োজনীয় টিপস দিয়েছেন ফ্র্যাঙ্কলিন (ভিডিও)

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
মিরাজকে প্রয়োজনীয় টিপস দিয়েছেন ফ্র্যাঙ্কলিন (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

নিউজিল্যান্ডের কন্ডিশন শুধু বাংলাদেশের জন্যই নয়, বিশ্বের যে কোনো ক্রিকেটারের জন্যই দুর্বোধ্য। উইকেট ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন। দুর্বোধ্য কন্ডিশনেই বাংলাদেশ যাচ্ছে তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে।

ঢাকা: নিউজিল্যান্ডের কন্ডিশন শুধু বাংলাদেশের জন্যই নয়, বিশ্বের যে কোনো ক্রিকেটারের জন্যই দুর্বোধ্য। উইকেট ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন।

দুর্বোধ্য কন্ডিশনেই বাংলাদেশ যাচ্ছে তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে।

প্রথমবার জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ। অচেনা ও ভিন্ন কন্ডিশন হলেও খুব বেশি চিন্তিত নন এ অলরাউন্ডার। নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে প্রয়োজনীয় টিপস নিয়ে রেখেছেন মিরাজ।

বিপিএলে রাজশাহী কিংসের হয়ে খেলতে আসা কিউই ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে সে দেশের কন্ডিশন সম্পর্কে ধারণা নিতে ভুল করেননি মিরাজ।  

নিউজিল্যান্ডের মাটিতে ব্যাটে-বলে সাফল্য পেতে কি করতে হবে তার সমস্ত ধারনাই নিয়ে রেখেছেন ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে, ‘ওর (ফ্র্যাঙ্কলিন) কাছ থেকে অনেক তথ্য নিয়েছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে কি করলে ভালো কিছু করতে পারবো সেই ধারণা নিয়েছি। ফ্র্যাঙ্কলিন আমাকে সব রকম সহযোগিতা করেছে, টিপস দিয়েছে ওই কন্ডিশনে কিভাবে মানিয়ে নিতে পারলে ভালো কিছু করতে পারবো। ’

‘সবসময়ই আলোচনা করেছি ফ্র্যাঙ্কলিনের সাথে। তারপরও আমাদের টিমের কোচ আছেন। সিনিয়র ক্রিকেটাররা আছেন। তাদের সাথেও সবসময় আলোচনা করবো অস্ট্রেলিয়ায় গিয়ে। আমি মনে করি নিজেকে তৈরি করতে পারবো। ’-যোগ করেন মিরাজ।

পূর্নাঙ্গ সিরিজ (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলতে নিউজিল্যান্ড যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় হবে ১০ দিনের অনুশীলন ক্যাম্প। আজ রাতেই সিডনির উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। আজ রাতে যাবেন গতকাল রাতে বিপিএলের ফাইনাল খেলা ৮ ক্রিকেটার। সঙ্গে থাকছেন মাশরাফি এবং তামিম। গতকাল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন মুশফিক-মোস্তাফিজ-তাসকিনসহ ১৩জন ক্রিকেটার। বাংলাদেশের স্কোয়াড হচ্ছে মোট ২৩ সদস্যের।

ভিডিও:

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।