ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিডনিতে প্রথম অনুশীলন মুশফিক-মোস্তাফিজদের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
সিডনিতে প্রথম অনুশীলন মুশফিক-মোস্তাফিজদের ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কের নেটে বোলিং অনুশীলন করেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

ঢাকা: নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কের নেটে বোলিং অনুশীলন করেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

নেটে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম, সৌম্য সরকাররা। প্রথম ধাপে অস্ট্রেলিয়ায় যাওয়া ১২ ক্রিকেটারই যোগ দেন অনুশীলনে। গতকাল রাতে রওয়ানা হয়ে দ্বিতীয় ধাপে মাশরাফি-মাহমুদউল্লাহ-তামিমসহ ৯ ক্রিকেটার অস্ট্রেলিয়া পৌঁছেছেন আজ। আগামীকাল তারা যোগ দেবেন অনুশীলনে।

আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা হবেন সাকিব আল হাসান। আগামীকাল যাবেন রুবেল হোসেন ও মেহেদি মারুফ। এ দুই ক্রিকেটার শেষ মুহূর্তে দলে আসায় ভিসা পেতে বিলম্ব হয়।

সিডনিতে ২৩ সদস্যের বাংলাদেশ স্কোয়াডটি ১০ দিন অনুশীলন করবে। এরমধ্যে আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা। তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ ডিসেম্বর সিডনি থেকে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।