ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া সাবেক ক্রিকেটারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
প্রোটিয়া সাবেক ক্রিকেটারের মৃত্যু ডানে সিড-ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার ব্যাটসম্যান সিড ও’লিন রোববার কেপ টাউনে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর বয়স। বাঁহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক সিড জাতীয় দলের হয়ে ১৯৬০-৬১ পর্যন্ত সাতটি টেস্ট খেলেছিলেন।

ঢাকা: দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার ব্যাটসম্যান সিড ও’লিন রোববার কেপ টাউনে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর বয়স।

বাঁহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক সিড জাতীয় দলের হয়ে ১৯৬০-৬১ পর্যন্ত সাতটি টেস্ট খেলেছিলেন।

জাতীয় দলের বাইরে সিড ৯২টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলার সুযোগ পান তিনি। যেখানে ৯৮ রান তার সর্বোচ্চ স্কোর। পরবর্তীতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট খেলার পর সরিয়ে দেওয়া হয় তাকে।

ক্রিকেট মাঠে সর্বত্র বিচরণের পাশাপাশি ফুটবলেও দক্ষতা ছিল সিডের। ইংলিশ ফুটবলের সর্বোচ্চ লিগে শার্লটন অ্যাথলেটিকের হয়ে খেলেছেন তিনি। এছাড়া ১৯৪৭ সালে দক্ষিণ আফ্রিকান জাতীয় ফুটবল দলের হয়েও একটি ম্যাচে খেলেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।