ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিকেএসপি তৃণমূল ক্রিকেট টুর্নামেন্টে ফেনী চ্যাম্পিয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
বিকেএসপি তৃণমূল ক্রিকেট টুর্নামেন্টে ফেনী চ্যাম্পিয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিকেএসপি তৃণমূল (অনূর্ধ্ব-১৪) ক্রিকেট ট‍ুর্নামেন্ট বান্দরবান জেলাকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা দল।

ফেনী: বিকেএসপি তৃণমূল (অনূর্ধ্ব-১৪) ক্রিকেট ট‍ুর্নামেন্ট বান্দরবান জেলাকে ৬৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী জেলা দল।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থা মাঠে আয়োজিত খেলায় ফেনী জেলা দল নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেটে সংগ্রহ করে ১৩০ রান ও বান্দরবান জেলা দল ২৭ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৬৭ রান।

খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ফেনী জেলা দলের শাহরিয়ার হাসান হৃদয়।
 
বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিসিবির সহ সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির, বিকেএসপি মহাপরিচালক বিগ্রেডিয়ার শামসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।