ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রঞ্জির কোয়ার্টারে ছিটকে গেলেন বিজয়-অশ্বিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
রঞ্জির কোয়ার্টারে ছিটকে গেলেন বিজয়-অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন ও মুরালি বিজয়/ছবি:সংগৃহীত

কর্ণাটকের বিপক্ষে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে রবিচন্দ্রন অশ্বিন ও মুরালি বিজয়কে পাচ্ছে না তামিলনাড়ু। ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করা অশ্বিন ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যায় ভুগছেন। অন্যদিকে, চেন্নাইয়ে পঞ্চম টেস্টে (১৬-২০ ডিসেম্বর) ফিল্ডিং করার সময় কাঁধের ইনজুরিতে আক্রান্ত হন বিজয়।

ঢাকা: কর্ণাটকের বিপক্ষে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে রবিচন্দ্রন অশ্বিন ও মুরালি বিজয়কে পাচ্ছে না তামিলনাড়ু। ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করা অশ্বিন ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যায় ভুগছেন।

অন্যদিকে, চেন্নাইয়ে পঞ্চম টেস্টে (১৬-২০ ডিসেম্বর) ফিল্ডিং করার সময় কাঁধের ইনজুরিতে আক্রান্ত হন বিজয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টারে কর্ণাটকের মুখোমুখি হবে বিজয়-অশ্বিন বিহীন তামিলনাড়ু। বিশাখাপত্তমে বাংলাদেশ সময় সকাল ১০টায় চারদিনের ম্যাচটি শুরু হবে। একইদিন একই সময়ে শেষ আটের অপর তিন ম্যাচে মাঠে নামবে হায়দ্রাবাদ-মুম্বাই, গুজরাট-উড়িষ্যা ও হরিয়ানা-ঝাড়খণ্ড।

এক সাক্ষাৎকারে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের (টিএনসিএ) সেক্রেটারি কাসি বিশ্বনাথন বলেন, ‘অশ্বিন আমাকে বলেছে তার স্পোর্টস হার্নিয়া ইনজুরি। খেলা চালিয়ে গেলে সার্জারি করাতে হবে। তার বিশ্রাম প্রয়োজন। এটাই সেরে ওঠার উপায়। ’

বিজয়কে নিয়ে বিশ্বনাথনের ভাষ্য, ‘বিসিসিআই’র সাপোর্ট স্টাফরা আমাদের জানিয়েছে, বিজয়ের খেলার সম্ভাবনা খুবই কম। এমনকি স্ক্যান করানো ছাড়াই তারা বলেছে, সে নাকি ৬০ ভাগ ফিট। পরে অবশ্য তারা নিশ্চিত করেছে এবং আমরা তাকে (বিজয়) বিশ্রামে থাকতে বলেছি। ’

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।