ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্রাথওয়েটের বিশ্বকাপ ফাইনালের ইনিংসটিই বর্ষসেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
ব্রাথওয়েটের বিশ্বকাপ ফাইনালের ইনিংসটিই বর্ষসেরা টি-টোয়েন্টির বর্ষসেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড জিতলেন কার্লোস ব্রাথওয়েট/ছবি:সংগৃহীত

২০১৬ টি-২০ বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্রাথওয়েটের সেই ‘অবিশ্বাস্য’ ইনিংসটির কথা মনে আছে? শেষ ওভারে টানা চার ছক্কায় যিনি ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিলেন টি-টোয়েন্টির দ্বিতীয় ওয়ার্ল্ডকাপ ট্রফি। ইংল্যান্ডের বিপক্ষে ব্রাথওয়েটের সেই ইনিংসটিই জিতলো আইসিসির বর্ষসেরা টি-২০ পারফরম্যান্স অ্যাওয়ার্ড।

ঢাকা: ২০১৬ টি-২০ বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্রাথওয়েটের সেই ‘অবিশ্বাস্য’ ইনিংসটির কথা মনে আছে? শেষ ওভারে টানা চার ছক্কায় যিনি ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছিলেন টি-টোয়েন্টির দ্বিতীয় ওয়ার্ল্ডকাপ ট্রফি। ইংল্যান্ডের বিপক্ষে ব্রাথওয়েটের সেই ইনিংসটিই জিতলো আইসিসির বর্ষসেরা টি-২০ পারফরম্যান্স অ্যাওয়ার্ড।

গত ৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত ফাইনালে গোটা ক্রিকেট বিশ্বকেই তাক লাগিয়ে দেন অখ্যাত ব্রাথওয়েট। মারলন স্যামুয়েলসের সঙ্গে শেষদিকে চোখ ধাঁধানো পারফরম্যান্সে মন্ত্রমুগ্ধ করে রাখেন দর্শকদের।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে ১৫৬ রানের লক্ষ্যে শেষ ওভারে দরকার ছিল ১৯ রান। হাতে চার উইকেট। বোলিং প্রান্তে বেন স্টোকস। কে ভেবেছিল ইংলিশ শিবিরের ওপর দিয়ে এমন তাণ্ডব চালাবেন ব্রাথওয়েট!

শেষ ওভারে বেন স্টোকসকে টানা চার ছক্ক‍া হাঁকিয়ে ব্রাথওয়েটের বিশ্বকাপ জয়ের বাঁধভাঙা উল্লাস/ছবি:সংগৃহীত

অভাবনীয়ভাবেই টানা চার ছক্কায় ক্যারিবীয়দের উল্লাসে ভাসান ২৮ বছর বয়সী এ অলরাউন্ডার। পেয়ে যান তারকাখ্যাতি। খেলেন ১০ বলে ৩৪ রানের বিস্ফোরক ইনিংস।

অপর প্রান্তে ৮৫ রানে (৬৬) অপরাজিত থেকে ব্রাথওয়েটের এমন অবিশ্বাস্য ব্যাটিং উপভোগ করেন ম্যাচ সেরা মারলন স্যামুয়েলস। বলা বাহুল্য, ২০১২ আসরের (৫৬ বলে ৭৮, শ্রীলঙ্কার বিপক্ষে) পর আবারো ফাইনালে এসে নায়কের আসনে বসেন স্যামুয়েলস। তবে এবার তার সঙ্গে আলোটা নিজের করে নেন কার্লোস ব্রাথওয়েট।

দেখে নিন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে কার্লোস ব্রাথওয়েটের ইনিংসটি:

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।