ঢাকা: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে আলো ছড়ালেন সাকিব আল হাসান। ১০ ওভার বল করে, ৬৯ রানের বিনিময়ে এই বাঁহাতি বিশ্বসেরা অলরাউন্ডার থলিতে পুড়েছেন ৩টি উইকেট।
এর আগে সোমাবার (২৬ ডিসেম্বর) হেগলি ওভালে ১১তম ওভারে বল হাতে আসেন সাকিব। এসেই অবশ্য ওই ওভারে সফলতা পাননি। ৭ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। তবে ২৩তম অর্থাৎ নিজের তৃতীয় ওভারে উইকেটের সম্ভাবনা জাগিয়ে ছিলেন। ওভারের তৃতীয় বলটি এক্সট্রা কাভার অঞ্চলে আকাশে তুলে দিয়েছিলেন নেইল ব্রুম। কিন্তু ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন, মাহমুদুল্লাহ রিয়াদ।
রিয়াদের ভুলে এই ওভারে ব্যর্থ হলেও পরেও সফল হয়েছেন নিজের চতুর্থ ও ইনিংসের ২৫তম ওভারে। সাকিবের তৃতীয় ডেলিভারিটি ফ্লিক করতে গিয়ে ব্যক্তিগত ২২ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ব্রুম।
সাকিবের দ্বিতীয় উইকেটটি এসছে ২৯তম ওভারে। ওভারের চতুর্থ বলটি জেমস নিশামের পায়ে গিয়ে চুমু খেলে এলবি’র আবেদন করেন সাকিব। ব্যাস, আম্পায়ারও আঙ্গুল তুলে সাকিবের আবেদনে সাড়া দিলেন। আর ব্যক্তিগত ১২ রানে ক্রিজ ছাড়া হলেন নিশাম।
সাকিবের তৃতীয় ও শেষ উইকেটটি এসেছে ইনিংসের ৩৭তম ওভারে। ওভারের তৃতীয় বলটি তাসকিনের হাতে তুলে দিয়ে ব্যক্তিগত ৮৭ রানে নিজের ইনিয়ংসের সমাপ্তি টানেন কলিন মুনরো।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমএমএস