ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কিউইদের দ্রুততম ৪ হাজারি ক্লাবে উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
কিউইদের দ্রুততম ৪ হাজারি ক্লাবে উইলিয়ামসন কেন উইলিয়ামসন-ছবি:সংগৃহীত

৯৬ ইনিংসেই ৪ হাজার রানের অনন্য মাইলফলকটি ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি এত কম সংখ্যক ইনিংস খেলে গড়লেন এমন বিরল রেকর্ড। 

ঢাকা: ৯৬ ইনিংসেই ৪ হাজার রানের অনন্য মাইলফলকটি ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামস। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম ব্যাটসম্যান যিনি এত কম সংখ্যক ইনিংস খেলে গড়লেন এমন বিরল রেকর্ড।

 

তার এই অনন্য রেকর্ডের দিনে পেছনে পড়ে গেলেন সতীর্থ ওপেনার মার্টিন গাপটিল। কেননা ৪ হাজার রানের ক্লাবে যেতে গাপটিলকে খেলতে হয়েছিল ১১২টি ইনিংস।

সোমবার (২৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চে ৩০৮০ রান নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমেছিলেন উইলিয়ামসন। আর ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১২তম ওভারে ব্ল্যাকক্যাপদের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৪ হাজারি ক্লাবে নাম লেখান এই টপ অর্ডার।

তবে মাইলফলকের দিনে নিজের ইনিংসটি খুব বেশি দূর টেনে নিতে পারেননি উইলিয়ামসন। ১৫তম ওভারে তাসকিন আহমেদের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩১ রানে ফেরেন প্যাভিলনে।

উইলিয়ামসনের আগে ৮১ ম্যাচ খেলে ৪ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা, ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ভিভ রিচার্ড। তারা এই ক্লাবের সদস্য হতে খেলেছিলেন ৮৮টি ইনিংস। আর ভারতের ব্যাটিং পিরামিড বিরাট কোহলি নাম লিখিয়েছিলেন ৯৩ ইনিংসে।

উইলিয়ামসনের মতোই ঠিক ৯৬ ইনিংস খেলে সাবেক ক্যারিবীয় ব্যাটসম্যান গর্ডন গ্রিনিজ এই ক্লাবে প্রবেশ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।