ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয়বার বোলিংয়ে নিষিদ্ধ ভিটোরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
দ্বিতীয়বার বোলিংয়ে নিষিদ্ধ ভিটোরি দ্বিতীয়বার বোলিংয়ে নিষিদ্ধ ভিটোরি-ছবি:সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্রায়ান ভিটোরি। ১২ ডিসেম্বর ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ায় নিজের বোলিং পরীক্ষা দেওয়ার পর ফলাফলে এমন বহিষ্কারাদেশ পান এ বাঁহাতি।

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের ফাস্ট বোলার ব্রায়ান ভিটোরি। ১২ ডিসেম্বর ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ায় নিজের বোলিং পরীক্ষা দেওয়ার পর ফলাফলে এমন বহিষ্কারাদেশ পান এ বাঁহাতি।

এর আগে গত ২৭ নভেম্বর ঘরের মাঠে ত্রি-দেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং করার সময় ম্যাচ আম্পায়াররা ভিটোরির বোলিং নিয়ে প্রশ্ন তোলেন। যেখানে বলা হয় তার হাতের কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙ্গা হয়।

এ নিয়ে দ্বিতীয়বার বোলিংয়ে নিষিদ্ধ হলেন ভিটোরি। চলতি বছরের জানুযারিতে প্রথমবার নিষেধাজ্ঞা পাওয়ার পর জুনে আবার বোলিং শুধরে ফিরে আসেন। তবে আইসিসির নিয়ম অনুযায়ী দুই বছরের মধ্যে আবারও বোলিংয়ে ত্রুটি পাওয়ায় সরাসরি এক বছরের নিষেধাজ্ঞা পেলেন তিনি।

২৬ বছর বয়সী ভিটোরি জিম্বাবুয়ে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত চারটি টেস্ট, ২০ ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৬ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।