ঢাকা: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে গত দুই মৌসুম ধরে জাতীয় লিগ হচ্ছে দুটি স্তরে। প্রথম স্তরের চার দল থেকে সবচেয়ে কম পয়েন্ট পাওয়া দল নেমে যাচ্ছে দ্বিতীয় স্তরে।
জাতীয় লিগের পঞ্চম রাউন্ড শুরুর আগে অবনমনের শঙ্কায় রয়েছে প্রথম স্তরের দল ঢাকা মেট্রো। চার ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সবার নিচে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দল খুলনার সঙ্গে তাদের ব্যবধান দ্বিগুণ। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে খুলনা।
২৭ পয়েন্ট নিয়ে ঢাকা বিভাগ দ্বিতীয় অবস্থানে। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে বরিশাল। এ দলটির বিপক্ষেই আগামীকাল (২৭ ডিসেম্বর) বিকেএসপিতে পঞ্চম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে ঢাকা মেট্রো।
মেট্রোর কোচ মিজানুর রহমান বাবুল আশা করছেন বরিশালের বিপক্ষে ম্যাচে তার দল জয়ের সঙ্গে সর্বোচ্চ পয়েন্ট তুলে নেবে। এজন্য ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলার কথা বললেন তিনি, ‘আমাদের দলে আটজন ব্যাটসম্যান। তারপরও ব্যাটসম্যানরা রান করতে পারছে না। বোলাররা ভালো করছে। বরিশাল তাদের শেষ ম্যাচে হেরেছে। দলের সিনিয়র ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেললে পয়েন্ট বাড়াতে পারবো। জয়ের পাশাপাশি সর্বোচ্চ পয়েন্টও আমাদের তুলতে হবে। ’
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ক্যাম্প করে আসা মেহেদি মারুফ যোগ দিয়েছেন ঢাকা মেট্রোতে। আগামীকালের ম্যাচ খেলবেন এ ডানহাতি ওপেনার। মারুফ দলে আসায় কিছুটা নির্ভার মিজানুর রহমান বাবুল, ‘আমাদের ওপেনিংয়ে একজন ভালো করছে, আরেকজন কিছুই করতে পারছে না। ওই জায়গাটায় মারুফ আসায় আমাদের শক্তি বাড়বে। ’
প্রথম স্তরের অপর ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগ খেলবে খুলনা বিভাগের বিপক্ষে। দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম-রাজশাহী মুখোমুখি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে সিলেট-রংপুর লড়বে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, ২৬ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি