ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দোয়া চাইলেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
দোয়া চাইলেন তামিম তামিম ইকবাল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী বাংলাদেশ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৭৭ রানে। সিরিজ জিততে কিংবা সিরিজে টিকে থাকতে হলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। বাকি দুই ম্যাচ তাই টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ।

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী বাংলাদেশ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৭৭ রানে। সিরিজ জিততে কিংবা সিরিজে টিকে থাকতে হলে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

বাকি দুই ম্যাচ তাই টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ।

আর খুব শিগগিরই জয়ের ধারায় ফিরতে চান বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

কিউইদের ছুঁড়ে দেওয়া ৩৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪.৫ ওভারে ২৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তামিম করেন ৩৮ রান। তার ৫৯ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি।

আরেক ওপেনার ইমরুল কায়েস করেন ১৬ রান। তিন নম্বরে নামা সৌম্য সরকারের ব্যাট থেকে ১ রান আসলেও চার নম্বরে নামা মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে কোনো রান আসেনি। মাঝে সাকিব ৫৯, মুশফিক ৪২, মোসাদ্দেক ৫০ রান করলেও সাব্বির বিদায় নেন ১৬ রান করে।

টপ অর্ডারের ব্যার্থতার দিনে বাংলাদশকে হারতে হয়েছে ৭৭ রানের ব্যবধানে। হারের আগে তখনও হাতে বল বাকি ছিল ৩১টি।

তবে, পেছনের ব্যর্থতা ভুলে সামনের দিকে তাকাতে চাইছেন তামিম। দেশবাসী আর তার সকল ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন এই বাঁহাতি ওপেনার।

নিজের ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘‘ইনশাল্লাহ!! আমরা খুব শীঘ্রই জয়ে ফিরবো, দোয়া করবেন আমাদের জন্য। ’

এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে ১১টি টেস্ট খেলেছে বাংলাদেশ। আটটিই জিতে নেয় কিউইরা। বাকি তিন ম্যাচ ড্র। ওয়ানডেতে ২৬ বারের মুখোমুখি লড়াইয়ে আট ম্যাচে জয় (১৮টিতে হার) নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। টি-টোয়েন্টিতে চার ম্যাচেই শেষ হাসি হাসে ব্ল্যাক ক্যাপসরা।

চলমান সিরিজের প্রথম ম্যাচের আগে কিউইদের বিপক্ষে সবশেষ মুখোমুখি হওয়া ৮টি ওয়ানডের ৭টিতেই জয় পেয়েছিল বাংলাদেশ। নিজেদের মাটিতে কিউইদের দু’বার হোয়াইটওয়াশ করার সুখস্মৃতিও রয়েছে টাইগারদের।

আগামী বৃহস্পতিবার নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।