ঢাকা: ২০ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৭৮ রান নিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড যখন ইনিংস মেরামতের চেষ্টায় রত, ঠিক তখনই টাইগার শিবিরকে দারুণ এক ব্রেক থ্রু এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত।
২৩তম ওভারে তার পঞ্চম ডেলিভারিটি জেমস নিশাম ডাউন দ্য উইকেটে খেলতে চাইলে ব্যক্তিগত ২৮ রানে তাকে স্ট্যাম্পড করে ক্রিজ ছাড়া করেন নুরুল হাসান সোহান।
নিশামের ফেরার পরে ২৬তম ওভারে দলে সঙ্গে ৯ রান যোগ করে অর্থাৎ দলীয় ১০৭ ও ব্যক্তিগত ৩ রানে মাশরাফির দারুণ এক ইন সুইংয়ে পরাস্ত হন কলিন মুনরো। ফলে ১০৭ রান তুলতে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড।
সে চাপ সামলে চ্যালেঞ্জিং সংগ্রহের লক্ষ্যে পঞ্চম উইকেটে ব্যাট করছেন লুক রঞ্চি ও নেইল ব্রুম। ৩০ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ১২১ রান।
এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সেক্সটন ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমে বল হাতে প্রথম ওভারেই সফলতা পান সফরকারী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওভারের চতুর্থ বলটি কিউই ওপেনার মার্টিন গাপটিলের পায়ে লাগিয়ে এলবি’র আবেদন তুলতেই আঙ্গুল উঁচিয়ে সায় দেন আম্পায়ার। ফলে দলকে কোনো সংগ্রহ না এনে দিয়েই ক্রিজ ছাড়া হন গাপটিল।
১০ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৩৭ রান নিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড যখন বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই তাদের সে স্বপ্নযাত্রায় বাধ সাধেন তাসকিন। ১১তম ওভারে তার পঞ্চম বলটি কেন উইলিয়ামসন সোজা ব্যাটে খেলতে গেলে ব্যক্তিগত ১৫ রানে মিডঅনে ধরা পড়েন সাকিবের হাতে।
ব্ল্যাক ক্যাপসরা তখনও ৩৭ রানের কোঠা পার হতে পারেনি।
উইলিয়ামসনের বিদায়ের পর দলের সঙ্গে ১০ রান যোগ করে সাকিবের বলে এলবি’র ফাঁদে পড়েন ওপেনার টম লাথামও।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এইচএল/এএসআর