ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে দলে ডাক পেলেন ওমর আকমল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
ওয়ানডে দলে ডাক পেলেন ওমর আকমল ওমর আকমল/ছবি: সংগৃহীত

পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ওমর আকমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ঢাকা: পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ওমর আকমল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছরের মার্চে অজিদের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছিল আকমলের সবশেষ ওডিআই ম্যাচ। এ ফরমেটে দলের বাইরে থাকলেও টি-টোয়েন্টিতে অনেকটা নিয়মিত মুখ ২৬ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার মোহাম্মদ ইরফান। বাদ পড়েছেন সোহেল খান ও ইয়াসির। দু’জনই সংযু্ক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিলেন। অধিনায়কত্বের দায়িত্ব আজহার আলীর কাঁধেই থাকছে।  

টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে টেস্ট সিরিজ হাতছাড়া করেছে মিসবাহ উল হকের দল। সিডনিতে তৃতীয় ও শেষ টেস্ট শুরু ৩ জানুয়ারি। এরপর একদিনের ক্রিকেট লড়াইয়ে মুখোমুখি হবে দু’দল। ব্রিসবেনে ১৩ জানুয়ারি প্রথমটি অনুষ্ঠিত হবে। বাকি চার ম্যাচ যথাক্রমে ১৫, ১৯, ২২, ২৬ জানুয়ারি।

পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: আজহার আলী (অধিনায়ক), শারজিল খান, বাবর আজম, শোয়েব মালিক, আসাদ শফিক, ওমর আকমল, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলী, রাহাত আলী, মোহাম্মদ ইরফান।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।