ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে ফেনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে ফেনী গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে ফেনী-ছবি: সংগৃহীত

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে উঠেছে ফেনী জেলা দল।

ফেনী: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে উঠেছে ফেনী জেলা দল।

চট্টগ্রাম ও রাঙ‍ামাটির সঙ্গে ফেনী চারটি ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করে বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।


 
শুক্রবার (৩০ ডিসেম্বর) ফেনী জেলা দল চট্টগ্রাম জেলা দলকে ১২ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।

বান্দরবান ভেন্যুতে ফেনী জেলা দল নির্ধারিত ৪৫ ওভারের মধ্যে ৩৫ ওভার  খেলে ১০ উইকেটে ১১৮ রান করে। বিপরীতে চট্টগ্রাম দল ৩৫ ওভার খেলে ১০৬ রান সংগ্রহ করে।
 
দুই জানুয়ারি ফেনী জেলা দল নোয়াখালী ভেন্যুতে লক্ষ্মীপুর দলের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে।

প্রশিক্ষক রবিন ও টিম ম্যানেজার শরীফুল ইসলাম অপু বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।