ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের বিপক্ষে থাকছেন না গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
টাইগারদের বিপক্ষে থাকছেন না গাপটিল মার্টিন গাপটিল-ছবি:সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ঘরের মাঠে টাইগারদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়াডেতে হ্যামিস্ট্রিংয়ে চোট পান এ ডানহাতি ব্যাটসম্যান। তার বদলি হিসেবে ফর্মে থাকা নেইল ব্রুমকে দলে নেওয়া হয়েছে।

নেলসনের স্যাক্সটনে জয়ের লক্ষ্যে ব্যাটিং নেমে চোট পান গাপটিল। পিচের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত দৌড়াতে গিয়ে গ্রেড ওয়ান হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি।

আর এই ইনজুরির ফলে তাকে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অবশ্য গাপটিলের ব্যাট হাসেনি। তিন ম্যাচে করেছেন মাত্র ২১ রান। তবে নতুন বছরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে তাকে পাওয়ার জন্য কোচ মাইক হেসন বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

সফরকারী বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। আগামী বৃহস্পতিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে দু’দল।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।