স্কোর: দ. আফ্রিকা - ৩৯২ ও ২২৪/৭ ডিক্লে.
শ্রীলঙ্কা - ১১০ ও ২২৪ (৬২ ওভার)
চার উইকেটে ১৩০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ২২ ওভারে ৯৪ রান যোগ হতেই বাকি ছয় উইকেটের পতন ঘটে। ৫০৭ রানের পাহাড়সম টার্গেটে ২২৪-এ থামে সফরকারীরা।
সর্বোচ্চ ৪৯ রান আসে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। দিনেশ চান্দিমাল ৩০, কুশল সিলভা ২৯, ধনাঞ্জয়া ডি সিলভা ২২ রান করে আউট হন। ৩৫ রান করে অপরাজিত থাকেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।
বোলিংয়ে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি টানেন দুই পেসার কাগিসো রাবাদা ও ভারনন ফিল্যান্ডার। দু’জনই নিয়েছিলেন চারটি করে উইকেট। এবার একাই ছয় উইকেট দখল করে নিজেকে ছাড়িয়ে গেছেন ২১ বছর বয়সী রাবাদা। ফিল্যান্ডার তিনটি ও বাকি উইকেটটি নেন স্পিনার কেশব যাদব।
বাংরাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম