ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অ-১৪ ক্রি‌কে‌টে বিভাগীয় চ্যা‌ম্পিয়ন সাতক্ষীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
অ-১৪ ক্রি‌কে‌টে বিভাগীয় চ্যা‌ম্পিয়ন সাতক্ষীরা অ-১৪ ক্রি‌কে‌টে কু‌ষ্টিয়া‌কে হা‌রি‌য়ে বিভাগীয় চ্যা‌ম্পিয়ন সাতক্ষীরা/ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: কুষ্টিয়া জেলাকে ৩৮ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৪ ক্রি‌কেট চ্যাম্পিয়নশি‌পে খুলনা বিভাগীয় চ্যা‌ম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাতক্ষীরা জেলা দল। ওয়ানডে ম্যাচটিতে ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১২২ রানেই গুটিয়ে যায় কুষ্টিয়ার ইনিংস।

বৃহস্প‌তিবার (৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নড়াইল স্টেডিয়ামে অ-১৪ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৬-১৭ মৌসুমের খুলনা বিভাগীয় পর্যায়ের ফাইনাল অনু‌ষ্ঠিত হয়।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬০ রানের পুঁজি দাঁড় করায় সাতক্ষীরা জেলা দল।

সর্বোচ্চ ৫৪ রান করেন শাহজাহান।

জবাবে সাতক্ষীরার শাও‌নের দুর্দান্ত বো‌লিং‌য়ে ৪১ ওভারে ১২২ রানের অলআউট হন কুষ্টিয়া জেলা দল। একাই ৬টি উই‌কেট দখল করেন শাওন।

ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সাতক্ষীরার শাহজাহান সরদার।

প্রসঙ্গত, দ‌লের সা‌থে টিম ম্যানেজার হিসেবে ‌ছি‌লেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান ও প্রশিক্ষক হি‌সে‌বে জি.এম সাইফুল ইসলাম বাপ্পী।

এ‌দি‌কে, অ-১৪ ক্রিকেটে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় এক বিবৃ‌তিতে সাতক্ষীরা জেলা দলকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিসুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ৫ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।