ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মানরোর ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং টার্গেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
মানরোর ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং টার্গেট ছবি: সংগৃহীত

টি-২০ সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে তামিম ইকবালদের সামনে কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে। কলিন মানরোর ঝড়ো সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বড় টার্গেট ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে সাত উইকেটে ১৯৫ রান তুলেছে স্বাগতিকরা।

মানরোকে যোগ্য সঙ্গ দেন আগের ম্যাচে অভিষিক্ত টম ব্রুস। দলীয় ৪৬ রানে তিন উইকেট হারানোর পর দু’জনের ১২৩ রানের জুটিতে বড় স্কোরের ভিত পায় কিউইরা।

ব্যাট হাতে ঝড় তোলা মানরো ৫২ বলে সমান ৭টি চার ও ৭টি ছক্কায় ক্যারিয়ারের প্রথম টি-২০ সেঞ্চুরি উদযাপন করেন।

মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান মাশরাফি। নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ম্যাচে (৩ জানুয়ারি) ছয় উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজে লিড নেয় ব্ল্যাক ক্যাপসরা। ওয়ানডে সিরিজ হারের পর এ ফরমেটে টিকে থাকার লড়াইয়ে জয় ভিন্ন কিছুই ভাবছে না টাইগাররা।

ইনিংসের প্রথম বলেই লুক রনকিকে (০) ফিরিয়ে দলকে দুর্দান্ত শুরু এনে দেন মাশরাফি। ব্যাকওয়ার্ড পয়েন্টে মোসাদ্দেক হোসেনের হাতে ধরা পড়েন কিউই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। কিন্তু, রানের চাকা সচল রাখেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও কলিন মানরো।

পঞ্চাম ওভারে বিপদজনক হয়ে ওঠা দু’জনের ৪২ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। লং-অফে তামিম ইকবালের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন উইলিয়ামসন (১২)। পাওয়ার প্লে’র শেষ ওভারে (ষষ্ঠ) কোরি অ্যান্ডারসনকে (৪) ক্লিন বোল্ড করে সতীর্থদের উদযাপনের মধ্যমণি হন মোসাদ্দেক।  

বাংলাদেশের হয়ে ৩৭ রান খরচায় সর্বোচ্চ তিনটি উইকেট লাভ করেন রুবেল হোসেন। একটি করে নেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। উইকেটশূন্য থাকেন মোস্তাফিজুর রহমান।

প্রথম ম্যাচে আঙুলের ইনজুরিতে ভুগে সিরিজ থেকে ছিটকে গেছেন ইনফর্ম ব্যাটসম্যান নেইল ব্রুম। তার জায়গায় স্কোয়াডে যুক্ত হওয়া জর্জ ওয়ার্কার একাদশে সুযোগ পাননি।

সিরিজ নিশ্চিতের লক্ষ্যে বিশ্রাম থেকে ফেরানো হয়েছে পেসার ট্রেন্ট বোল্টকে। উইকেটের কন্ডিশন বিবেচনায় লেগস্পিনার ইশ শোধিকেও রাখা হয়েছে। ম্যাট হেনরির সঙ্গে আগের ম্যাচে টি-২০ অভিষেকেই তিন উইকেট নেওয়া পেসার লুকি ফার্গুসন নেই। অন্যদিকে, একাদশ অপরিবর্তিত রেখেছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মানরো, কোরি অ্যান্ডারসন, জেমস নিশাম, টম ব্রুস, লুক রনকি (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, বেন হুইলার, ইশ শোধি, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ৬ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।