৪৮ ঘন্টা পর তামিমকে পুনরায় পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফিজিওর মন্তব্য তুলে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
একই ম্যাচে ইনজুরিতে পড়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং ওপেনার ইমরুল কায়েস। ইমরুলের চোট গুরুতর না হওয়ায় স্ক্যানের প্রয়োজন পড়েনি।
এক ম্যাচে ইনজুরিতে পড়া তিনজনের মধ্যে বড় আঘাত মাশরাফির। ডান হাতের বুড়ো আঙ্গুল ভেঙে যাওয়ায় ৪-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এ ব্যাপারে ডিন কনওয়ে বলেন, ‘ব্যথা পাওয়ার পরই এক্স-রে করানো হয়েছে। তাতে দেখা গেছে বুড়ো আঙ্গুল ভেঙে গেছে। ৪ থেকে ৬ সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে এবং সংক্ষিপ্ত পুনর্বাসন প্রক্রিয়ায় যেতে হবে। ’
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম
আরও পড়ুন... ইনজুরি নিয়ে ফিরতে হচ্ছে মাশরাফিকে, শঙ্কাহীন ইমরুল