ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সোমবার বিকেলে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
সোমবার বিকেলে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা নারী দল/ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার (৯ জানুয়ারি) ঢাকায় আসছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বিসিবি সূত্র জানিয়েছে, এদিন বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে সফরকারীরা।

রাত ঢাকায় থেকে পরদিন সকালেই ম্যাচের ভেন্যু কক্সবাজারে চলে যাবে প্রোটিয়া নারী টিম। ১২ জানুয়ারি সেখানকার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে।

এরপর ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি সিরিজের বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে। সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে। প্রস্তুতি নিতে রুমানা-জাহানারা-সালমারা কক্সবাজারে অবস্থান করছেন।

ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ের কথা মাথায় রেখে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে আসছে দ. আফ্রিকা নারী দল। বিশ্বকাপ বাছাইপর্বে একই গ্রুপে পড়েছে দল দুটি।

দক্ষিণ আফ্রিকা নারী দল: ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), মিগনন ডু প্রিজ, সুন লুস, মারিজান ক্যাপ, মসলিন ডেনিয়েলস, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, ইয়োলানি ফোরি, আদ্রিয়েন স্টেইন, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ৮ জানুয়ারি, ২০১৭
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।