ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকায় দক্ষিণ আফ্রিকা নারী দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
ঢাকায় দক্ষিণ আফ্রিকা নারী দল দক্ষিণ আফ্রিকা নারী দল/ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। বিকেল সোয়া পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রোটিয়া নারীরা।  

আজ রাত ঢাকায় থেকে আগামীকাল (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ম্যাচের ভেন্যু কক্সবাজারের উদ্দেশে বিমানযোগে যাত্রা করবে তারা। ১২ জানুয়ারি শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ওয়ানডে।

 

১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি সিরিজের বাকি ম্যাচগুলো গড়াবে একই ভেন্যুতে। সিরিজের জন্য প্রস্তুত হতে কক্সবাজারে ক্যাম্প করছে রুমানা-জাহানারা-সালমারা।

ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ের কথা মাথায় রেখে পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে এসেছে দ. আফ্রিকা নারী দল। বিশ্বকাপ বাছাইপর্বে একই গ্রুপে পড়েছে দল দুটি।

দক্ষিণ আফ্রিকা নারী দল: ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), মিগনন ডু প্রিজ, সুন লুস, মারিজান ক্যাপ, মসলিন ডেনিয়েলস, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, ইয়োলানি ফোরি, আদ্রিয়েন স্টেইন, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৭
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।