ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ক্যারিয়ার সেরা ইনিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
সাকিবের ক্যারিয়ার সেরা ইনিংস নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা ইনিংস খেললেন সাকিব/ছবি: সংগৃহীত

টেস্ট ক্যারিয়ারে ৪৫তম ম্যাচে এসে প্রথমবারের মতো দেড়শ’ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। পরে তা রূপ দেন বহুল আকাক্ষিত ডাবল সেঞ্চুরিতে। তামিম ইকবালকে (২০৬) ছাড়িয়ে দেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক এখন সাকিব।

দলীয় ৫৩৬ রানের মাথায় নেইল ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ২৭৬ বলে ২১৭ রানের অসাধারণ ইনিংস উপহার দেন সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের পেসবান্ধব ঘাসের উইকেটে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে ৩ হাজার রানের অভিজাত ক্লাবে প্রবেশ করেন বাংলাদেশের ক্রিকেট সেনসেশন।

এদিন বিশ্বের ১৪তম ক্রিকেটার হয়ে ৩ হাজার রান ও দেড়শ’ রানের মাইলফলক স্পর্শ করেন টেস্টের দ্বিতীয় বিশ্বসেরা অলরাউন্ডার।

এর আগে টেস্টে সাকিবের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ১৪৪ (পাকিস্তানের বিপক্ষে, ২০১১)। সাদা পোশাকে দুই বছরেরও অধিক সময় পর সেঞ্চুরির দেখা পান তিনি।

ক্যারিয়ার সেরা ইনিংসে ১৯১ বলে দেড়শ’ রান পূর্ণ করেন সাকিব। তাতে ছিল ২২টি চারের মার। ২৫৩ বলে ত্রিশটি চারের সাহায্যে আসে ডাবল সেঞ্চুরি। সাকিবের সঙ্গে মুশফিকের রহিমের সেঞ্চুরিতে দুই ম্যাচ সিরিজের প্রথম ইনিংসে শক্ত অবস্থানে টাইগাররা।

এ ফরমেটে সাকিবের এটি চতুর্থ শতক। হাফসেঞ্চুরি রয়েছে ১৯টি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।