ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
নেতৃত্ব ছাড়ার কারণ জানালেন ধোনি মহেন্দ্র সিং ধোনি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে মাত্র কয়েক দিন আগে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়েছেন ভারতের সর্বকালের সেরা দলপতির আসনে বসা মহেন্দ্র সিং ধোনি। দায়িত্ব ছাড়ার কারণ নিয়ে এত দিন মুখ না খুললেও এবার জানালেন, কেন তিনি ভারতের নেতৃত্ব ছেড়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ধোনি জানান, ‘ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরমেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক আমার পছন্দ না। অধিনায়কের এই তত্ত্ব আমি মানতে পারিনি বলেই দলের নেতৃত্বভার ছেড়ে দিয়েছি।

গত দক্ষিণ আফ্রিকা সফরের পর দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর কথা জানান ধোনি, ‘আমি গত দক্ষিণ আফ্রিকা সিরিজের পর পরই বিসিসিআইকে বলেছিলাম আমাকে যেন আর অধিনায়ক করা না হয়। কারণ আমি ভিন্ন ফরমেটের জন্য নির্ধারিত দলপতি থাকতে চাইনি। আমি বিশ্বাস করি একটি দল একজন অধিনায়কের দ্বারা খুব ভালোভাবে চলতে সক্ষম। একজন ক্রিকেটারই পারে তিন ফরমেটে দলকে দারুণভাবে নেতৃত্ব দিতে। কিন্তু, আমার কথা কেউ শোনেননি। ’

ধোনি আরও যোগ করেন, ‘আমি মনে করি এটাই সেরা সময় নেতৃত্ব থেকে সড়ে দাঁড়ানোর। আমি ঠিক এই সময়টির জন্যই অপেক্ষা করছিলাম। টেস্ট থেকে অবসরের পরই সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। আমার সিদ্ধান্ত মোটেই ভুল কিছু ছিল না। দু’দিন পরই শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে সিরিজ। নতুন অধিনায়ক বিরাট কোহালি অধিনায়কত্বের চ্যালেঞ্জ নেওয়ার যোগ্য। টেস্টে দলকে অসাধারণ নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই নিজের ক্ষমতা দেখিয়েছে বিরাট। আমি তার হাতেই নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলাম। ’

অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেট থেকে অবসরের কথা এখনই ভাবছেন না জানিয়ে ধোনি বলেন, ‘পরবর্তী বিশ্বকাপ খেলতে চাই। আর কোহলিকে সাহায্য করার জন্য আমি সব সময়ই প্রস্তুত। আমার এত দিনের অভিজ্ঞতার পুরোটা উজাড় করে দেব বিরাটের জন্য। সে যদি চায় মাঠে আমার পরামর্শ নেবে আমি তা দিতে প্রস্তুত। উইকেটের পেছনে থেকে আমিই ভালো বুঝতে পারি কোন ফিল্ডারকে কোথায় সেট করা দরকার। আমার মতামত কোহলি জানতে চাইলে আমি তাকে সাহায্য করবো। ’

কোহিল আর তরুণ ভারতীয় দলের প্রশংসা করে ধোনি জানান, ‘এই দলের প্রত্যেকেই চ্যাম্পিয়ন ক্রিকেটার। যে কোনো শক্তিশালী দলকে হারানোর ক্ষমতা রয়েছে আমাদের তরুণদের। বিরাটের নেতৃত্বে ভারত আমার থেকেও বেশি ম্যাচ জিতবে বলে আমার বিশ্বাস। তার নেতৃত্বে ভারত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে। ’

২০০৪ সালের ডিসেম্বরে চিটাগংয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ধোনির। ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের পর টেস্টের অধিনায়কত্ব ছাড়েন তিনি। এরপর সাদা পোশাকের ভারতীয় দলের দায়িত্ব কাঁধে নেন কোহলি। ভারতের অন্যতম সফল এই অধিনায়কের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০০৭) চ্যাম্পিয়ন হয় ভারত৷ তারপর চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০১১-তে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। তার নেতৃত্বে টেস্ট ক্রিকেটেও এক নম্বরে ওঠে ভারত।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।