ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

৫৯৫ রানে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৭
৫৯৫ রানে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ সাব্বিরের ব্যাটিংয়ের একটি মুহূর্ত/ সংগৃহীত

ঢাকা: ব্যাটিংয়ের নান্দনিক প্রর্দশনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ। ঘোষণার আগে ১৫২ ওভারে ৮ উইকেটে ৫৯৫ রান তোলে সফরকারীরা। টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে এক ঘণ্টারও কম সময় ব্যাটিং করে টাইগাররা।

এ টেস্টে পঞ্চম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৭ম উইকেটে ক্রিজে নামা সাব্বির রহমান অর্ধশতক পূর্ণ করার পর ব্যাটসম্যানদের ব্যাট, প্যাড গুছিয়ে নিতে বলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ৫৪ রানে অপরাজিত থাকা সাব্বিরের টেস্টে এটি দ্বিতীয় অর্ধশতক।

টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৩ সালের ৮ মার্চ গালে-এ শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮ রান করে টাইগাররা। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

দ্বিতীয় দিনের ব্যাটিং শেষে সাত উইকেটে টাইগাররা তোলে ৫৪২ রান। তবে তৃতীয় দিনের শুরুতে সাজঘরে ফেরেন তাসকিন।  

প্রথম ইনিংসে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি আসে সাকিবের ব্যাট থেকে। দলীয় ৫৩৬ রানের মাথায় নেইল ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ২৭৬ বলে ২১৭ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন বাংলাদেশের ‘ক্রিকেট বিজ্ঞাপন’। তাতে ছিল ৩১টি চারের মার।  

দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন ইনজুরি থেকে ফেরা অধিনায়ক মুশফিকুর রহিম। ১৫৯ রানের (২৬০ বল) ঝলমলে ইনিংস খেলে ‍মাঠ ছাড়েন ‘মি. ডিপেন্ডেবল’। এছাড়া তৃতীয় ব্যাটসম্যান হয়ে নামা মুমিনুলের ব্যাট থেকে আসে ৬৪ রান, ওপেনার তামিম করেন ৫৬ রান।

নিউজিল্যান্ডের পরে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াগনার। আর দু’টি করে উইসেট নেন বোল্ট ও সাউদি।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।